ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

খেলা

ফরাসি ওপেন থেকে মেদভেদেভের বিদায় 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, মে ৩১, ২০২৩
ফরাসি ওপেন থেকে মেদভেদেভের বিদায় 

ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ডে ওঠার জন্য ভালোই লড়াই চালিয়ে গেছেন দানিল মেদভেদেভ। প্রথম দুই সেট হারার পর টানা দুই সেট জিতে ঘুরে দাঁড়িয়েছিলেন; তবে শেষ পর্যন্ত আর পারলেন না।

চিয়াগো সেইবোচ উইল্দের বিপক্ষে হেরে বিদায় নিতে হয় তাকে।

মঙ্গলবার রোলাঁ গাঁরোয় ৪ ঘন্টা ১৫ মিনিটের লড়াইয়ে র‌্যাংকিংয়ের দুইয়ে থাকা মেদভেদেভকে ৭-৬ (৭-৫), ৬-৭ (৬-৮), ২-৬, ৬-৩, ৬-৪ গেমে হারান ১৭২ নম্বরে থাকা ব্রাজিলিয়ান তরুণ।  

মেদভেদেভকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে উড়ছেন সেইবোচ উইল্দ। প্রথমবারের মতো এই সাফল্যে তিনি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আমি জুনিয়র পর্যায়ে থাকার সময় থেকে দানিলের খেলা দেখেছি। এই কোর্টে তাকে হারিয়ে স্বপ্ন সত্যি হয়েছে। ’

এদিকে ক্লে কোর্টের এই গ্র্যান্ড স্ল্যাম জিতে শীর্ষে ওঠার সুযোগ ছিল মেদভেদেভের। দারুণ ফর্মে থেকে তিনি ফরাসি ওপেনে এসেছিলেন। ২০২১ সালে ইউএস ওপেন জেতা এই তারকা যে আর পারবেন না, এটা অনুমেয় ছিল না অবশ্য।

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, মে ৩১, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।