ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

রেকর্ড গড়েও হতাশ মাবিয়া

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
রেকর্ড গড়েও হতাশ মাবিয়া

জাতীয় ভারোত্তোলন আবারও রেকর্ড গড়েছেন মাবিয়া আক্তার সীমান্ত। নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন এই দেশসেরা ভারোত্তোলক।

৬৪ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচে ৮১ কেজি তুলে নতুন রেকর্ড গড়েছেন তিনি।  

আজ (১৮ জুন) জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতার দ্বিতীয় দিনে নারী ৬৪ কেজি ওজন শ্রেণিতে সীমান্ত স্ন্যাচে ৮১ এবং ক্লিন অ্যান্ড জার্কে ৯৯ কেজি তুলে মোট ১৮০ কেজি স্কোর করে প্রথম হয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনীর বিথী রানী ১৩৬ কেজি স্কোর করে দ্বিতীয় হয়েছেন। স্বর্ণ জেতা মাবিয়ার সঙ্গে তার ব্যবধান অনেক। এই নিয়ে আক্ষেপ মাবিয়ার কণ্ঠেও। তিনি বলেন, ‘নিজের রেকর্ড নিজেই ভাঙছি। এটা আমার জন্যও আক্ষেপের। আমি চাই নতুন কেউ আসুক। আমি তাদের রেকর্ড ভাঙার চেষ্টা করতে চাই। তবে কেউ আমার রেকর্ড ভাঙতে পারছে না এটা আমার কাছে আনন্দের চাইতে বেশি হতাশার। ’

ভারোত্তোলনে আগের চাইতে অনেক বেশি খেলোয়াড় আসছে। তবে মাবিয়ার মানের খেলোয়াড় নেই। নতুন খেলোয়াড় আসাটা বেশ ইতিবাচ বলে জানিয়েছেন মাবিয়া। তিনি বলেন, ‘আগে জাতীয় ভারোত্তোলনে যে সংখ্যায় খেলোয়াড় অংশ নিত তার চেয়ে এখন অনেক বেশি খেলোয়াড় অংশ নেয়। এটা আমাদের জন্য ইতিবাচক। এছাড়াও অনেক নতুন খেলোয়াড় পদক জিতছে। হয়তো আগামীতে কেউ আমার রেকর্ড ভাঙবে। ’

২০১৩ সালে বাংলাদেশ গেমসে ভারোত্তোলনে প্রথম স্বর্ণপদক জিতেছিলেন মাবিয়া। এরপর আর ফিরে তাকাতে হয়নি তাকে। গত এক দশকে সাফসহ বিভিন্ন টুর্নামেন্টে অসংখ্য স্বর্ণপদক এনে দিয়েছেন দেশকে। আগামীতে অন্যদের নিজের রেকর্ড ভাঙতে দেখতে চান মাবিয়া।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।