ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

ভারতে তিন ব্রোঞ্জ জিতে বিকেএসপির অ্যাথলেটদের চমক

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৪
ভারতে তিন ব্রোঞ্জ জিতে বিকেএসপির অ্যাথলেটদের চমক

ভারতের চেন্নাইয়ে ৪র্থ সাউথ এশিয়ান জুনিয়র অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে চমক দেখাল বিকেএসপির অ্যাথলেটরা। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাথলেটর ৩টি ব্রোঞ্জ পদক নিয়ে দ্বিতীয় রানার আপ হয়েছে।

বিকেএসপির অ্যাথলেট মো. তামিম হোসেন ট্রিপল জ্যাম্প ইভেন্টে ১৪.৭৫ মি. দূরত্ব অতিক্রম করে ব্রোঞ্জ পদক জিতে নেন এ মাসের দ্বিতীয় সপ্তাহে। এছাড়া ছেলেদের ও মেয়েদের ৪০০ মি. দলীয় রিলেতে বিকেএসপির অ্যাথলেটরা আরও ২টি ব্রোঞ্জ পদক লাভ করেন।

প্রতিযোগিতায় সার্কভূক্ত সাতটি দেশের অ্যাথলেটরা অংশগ্রহণ করেন। বিকেএসপি থেকে অংশ নেয় ১৫ সদস্যের দল।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।