ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

খেলা

ইসরায়েলি গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে নীড়ের চমক

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
ইসরায়েলি গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে নীড়ের চমক

৪৫তম দাবা অলিম্পিয়াডে চমক দেখালেন বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়ন মনন রেজা নীড়। ওপেন বিভাগে গত রাতে ইসরায়েলের গ্র্যান্ডমাস্টার গোর্শটেইন ইডোকে হারিয়েছেন এই বাংলাদেশি ফিদে মাস্টার।

 

ইসরায়েল দশম রাউন্ডে প্রতিপক্ষ হওয়ায় শুক্রবার রাতে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব তাদের বিপক্ষে খেলা বয়কট করেন। আরও দুজন দাবাড়ু খেলতে না চাওয়ায় রাজীবকে রেখে দেওয়া হয় ইসরায়েলের বিপক্ষে। তবে তিনি শেষ পর্যন্ত না খেললে তিনটি বোর্ড খেলতে নামেন নীড়া, ফাহাদ রহমান ও তাহসিন তাজওয়ার জিয়া।  

চতুর্থ বোর্ডে তাহসিন প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি সেই অর্থে। প্রথম বোর্ডে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ইসরায়েলি গ্র্যান্ডমাস্টারের সঙ্গে খানিকটা লড়াই করে হেরেছেন। জিততে পারলে ফাহাদ জিএম নর্ম পেতেন।  

ওপেন বিভাগে বাংলাদেশ ৩-১ গেম পয়েন্টে হারে। অন্যদিকে নারী বিভাগে নরওয়ের সঙ্গে বাংলাদেশ দল হারে ৩.৫-০৫ গেম পয়েন্টে। টানা ছয় বোর্ড জেতার পর ৮২ বছর বয়সী আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ  প্রথম হেরেছেন।  

আজ হবে শেষ রাউন্ডের খেলা।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।