ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

খেলা

আরামবাগের সভাপতি তাজওয়ার, মেরিনার্সের সামির কাদের

নিউজরুম এডিটর, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
আরামবাগের সভাপতি তাজওয়ার, মেরিনার্সের সামির কাদের

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন ক্ষেত্রেই ছোঁয়া লেগেছে পরিবর্তনের। ক্রীড়াঙ্গনও এর ব্যতিক্রম নয়।

এবার আরামবাগ ক্রীড়া সংঘের নতুন সভাপতি হলেন তাজওয়ার আউয়াল। বদল এসেছে মেরিনার ইয়াংস ক্লাবেও। সেখানে নতুন সভাপতি হয়েছেন সামির কাদের চৌধুরী।  

শনিবার রাতে আরামবাগ ক্রীড়া সংঘের বিশেষ সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে তাজওয়ার আউয়ালকে সভাপতি ও মো. ইয়াকুব আলীকে সাধারণ সম্পাদক করে ২০২৪-২৫ মেয়াদের জন্য ১০ সদস্যের আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। আংশিক কমিটির সদস্যরা হলেন- সভাপতি তাজওয়ার মোহাম্মদ আউয়াল, সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন আনু, সহ-সভাপতি এজাজ মো. জাহাঙ্গির, মিজানুর রহমান সোহেল, মো. ওমর ফারুক ও কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল, সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, যুগ্ম-সম্পাদক বিপ্লব হোসেন মিতু ও হানিফ ভুলু এবং কোষাধ্যক্ষ মো. সালাহ উদ্দিন রতন।

তাজওয়ার আউয়াল বাফুফের সাবেক সহ-সভাপতি তাবিথ আউয়ালের ছোট ভাই। সামনের বাফুফে নির্বাচনে সভাপতি পদে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তাবিথ।  

এদিকে মেরিনার্সের বা‌র্ষিক সাধারণ সভায় সর্বসম্ম‌তি‌তে নির্বা‌চিত হয়ে এসকিউ স্পোর্টস এন্টারটেইনমেন্ট লিমিটেডের চেয়ারম্যান সা‌মির কাদের চৌধুরী বলেন, 'যেসব আসরে মে‌রিনার্স ক্লাব অংশগ্রহণ ক‌রে, আগামীতে সেগু‌লোতে শি‌রোপা জয়ের ল‌ক্ষ্যে দল গঠন করা হবে। '

বাংলাদেশ সময়ঃ ১৭২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪

এএইচএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।