ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

কলকাতা করলো ড্র

ঢাকা মোহামেডান জিতেছে বড় ব্যবধানে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
ঢাকা মোহামেডান জিতেছে বড় ব্যবধানে ছবি: সোহেল সরওয়ার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে শ্রীলংকার সলিড এফসি ক্লাবের বিরুদ্ধে ভালো খেলে ৬-১ গোলে জিতেছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। এমএ আজিজ স্টেডিয়ামে শুক্রবার বিকাল সাড়ে চারটার খেলাটি শুরু হয়।



মোহামেডানের পক্ষে খেলার ১০ মিনিটে প্রথম গোল করেন ফয়সাল মাহমুদ। এরপর ১৮ মিনিটে মাসুক মিয়া জনি, ২৫ মিনিটে অরূপ কুমার বৈদ্য, ৩২ মিনিটে জীবন, ৪৯ মিনিটে কর্নার থেকে লেমিনি এবং ৭৫ মিনিটে বদলি খেলোয়াড় হাবিবুর রহমান সোহাগ শেষ গোলটি করেন। বিপরীতে সলিড এফসির ওলা এমি ৪৭ মিনিটে প্রতিপক্ষের গোলরক্ষকেকে বোকা বানিয়ে একটি গোল শোধ করেন।   

এ ম্যাচে মোহামেডানের সোহেল রানা ৪০ মিনিটের মাথায় হেড ইনজুরিতে পড়েন। এ সময় তাকে স্ট্রেচারে করে প্রথমে মাঠের বাইরে এবং পরে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সন্ধ্যা সাড়ে সাতটায় দিনের অপর খেলায় ভারতের কলকাতা মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আফগানিস্তানের ডি স্পিঙ্গার বাজান ক্লাব ৩-৩ গোলে ড্র হয়। দুটি ম্যাচই ছিল টানটান উত্তেজনাপূর্ণ, প্রচুর দেশি-বিদেশি ‌‌দর্শক গ্যালারি ও প্যাভেলিয়নে বসে উচ্ছ্বাসে-উল্লাসে মাতেন।

শনিবার বিকাল সাড়ে চারটায় স্বাগতিক চট্টগ্রাম আবাহনী লিমিটেডের মুখোমুখি হবে পাকিস্তানের করাচি ইলেকট্রিক ক্লাব। সন্ধ্যা সাড়ে ৭টায় ভারতের ফেভারিট কিংফিশার ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে ঢাকা আবাহনী লিমিটেড।

আন্তর্জাতিক এ টুর্নামেন্টে প্রথম রাউন্ডে প্যাভেলিয়নে টিকেটের মূল্য ১০০ টাকা, গ্যালারি ৫০ টাকা। রোববার পর্যন্ত একটানা প্রথম রাউন্ডের খেলা চলবে।

প্রতি ম্যাচের জয়ী দল এক হাজার ডলার এবং ম্যাচ সেরা ৫০০ ডলার পাবেন। দলগুলো অংশগ্রহণ ফি পাবে পাঁচ হাজার ডলার। চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি ২৫ হাজার ডলার ও রানার্স আপের ১০ হাজার ডলার।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহায়তায় চট্টগ্রাম আবাহনী আয়োজিত এ টুর্নামেন্টে টাইটেল স্পন্সর সাইফ পাওয়ারটেক। প্রতিটি খেলা সরাসরি সম্প্রচার করছে চ্যানেল নাইন।
                                                                                                                                                                                                          বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।