ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

অপরাজিত রিয়ালের শীর্ষস্থান মজবুত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
অপরাজিত রিয়ালের শীর্ষস্থান মজবুত ছবি: সংগৃহীত

ঢাকা: লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে ১-৩ ব্যবধানে জিতে চলতি মৌসুমের ঘরোয়া আসরে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখলো রিয়াল মাদ্রিদ। তবে শনিবার (২৪ অক্টোবর) রাতের এ ম্যাচটিতে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে ১০ জনের দলে পরিণত হয় সেল্টা।



সেল্টার ঘরের মাঠ স্তাদিও দি বালাইদসে এদিন অতিথি হিসেবে খেলতে যায় লস ব্ল্যাঙ্কসরা। আর ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে রাফায়েল বেনিতেজের শিষ্যরা। এরই সুবাদে খেলার মাত্র আট মিনিটে লুকাস ভাজকুয়েজের সহায়তায় ক্রস থেকে দারুণ একটি গোল করে দলের লিড এনে দেন ক্রিস্টিয়ানো রোনালদো।

এদিকে ম্যাচের ২৩ মিনিটে লিড দ্বিগুন করেন দানিলো। হেসে রদ্রিগেজের অ্যাসিস্টে দুর্দান্ত এক গোল করেন এ ব্রাজিলিয়ান। আর রিয়ালের হয়ে এটি তার অভিষেক গোল। খেলার প্রথমার্ধেই ব্যবধান কমাতে পারতো স্বাগতিকরা। তবে রিয়াল গোলরক্ষক কিয়েলর নাভাসের অসাধারণ পারফরম্যান্সে ২-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় গ্যালাকটিকোরা।

বিরতির পর ম্যাচের ৫৭ মিনিটে ঘটে এক বিতর্কিত ঘটনা। সার্জিও রামোসকে বাধা দেওয়ায় সেল্টা ফুটবলার পাবলো হর্নান্দেজকে হলুদ কার্ড দেখান রেফারি। তবে এ নিয়ে বাক-বিতান্ডা করায় গুস্তাভো দ্যানিয়েল কাবরালকে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখালে ১০ জনের দলে পরিণত হয় সেল্টা। এ ঘটনায় লাগোস আসপাস ও অগুস্ত ফার্নান্দেজকেও হলুদ কার্ড দেখানো হয়।

১০ জনের দলে পরিণত হয়েও দমে যায়নি সেল্টা। ম্যাচের ৮৫ মিনিটে দারুণ ফর্মে থাকা নোলিতো দুর্দান্ত এক গোল করে দলকে আশা দেখাচ্ছিলেন। প্লানাসের সহায়তায় লম্বা গতির এক শটে গোল করেন আর্জেন্টিনা ও সাবেক বার্সেলোনা তারকা নোলিতো।

এ মৌসুমে চমক দেখানো সেল্টা অবশ্য ম্যাচের শেষ মিনিটে আরো একটি গোল হজম করে। ড্যানিশ চিরেশেভের সহায়তায় নির্ধারিত সময়ের অতিরিক্ত সময়ে (৯৫ মিনিট) লিড বাড়ান মার্সেলো।

এ ম্যাচ শেষে নয় খেলায় ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রইল রিয়াল। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে সেল্টা। তবে এক ম্যাচ কম খেলা বার্সা ১৮ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, ২৫ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।