ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

পিএসজির জয়রথ ছুটছেই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
পিএসজির জয়রথ ছুটছেই ছবি : সংগৃহীত

ঢাকা: ফ্রেঞ্চ লিগে জয়ের ধারা অব্যাহত রাখল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। সেইন্ট এতিয়েন্নেকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে পিএসজি।

এ নিয়ে টানা ১১ ম্যাচেই অপরাজিত থাকল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। পয়েন্ট টেবিলে সাত পয়েন্টের ব্যবধানে (২৯) শীর্ষস্থানটাও আরো সুসংহত করলো লরা ব্লার শিষ্যরা।

প্যারিসের মাঠে পিএসজির আক্রমণাত্মক ফুটবলের সামনে দাঁড়াতেই পারেনি সেইন্ট এতিয়েন্নে। ২৩ মিনিটে মার্কো ভেরাত্তির পাসে গোল করেন ডিফেন্ডার লেভিন কারজাওয়া। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধ শুরুর তিন মিনিটের মাথায় জ্লাতান ইব্রাহিমোভিচের পাসে লিড দ্বিগুন করেন এডিনসন কাভানি। ৬৭ মিনিটে কাভানির অ্যাসিস্টে গোলের খাতায় নাম লেখান ইব্রা। ৭৩ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন পিএসজির ইতালিয়ান মিডফিল্ডার ভেরাত্তি।

নির্ধারিত সময়ের তিন মিনিট আগে ভেরাত্তির পাস থেকে দলের হয়ে চতুর্থ গোলটি করেন বদলি হিসেবে নামা লুকাস মৌরা। আরো বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়তে পারত পিএসজি। কিন্তু, বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন ইব্রা-ডি মারিয়া-কাভানি-মাতুইদিরা। সে যাই হোক, ম্যাচ শেষে দাপুটে জয়ের তৃপ্তি নিয়েই মাঠ ছাড়ে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

পরবর্তী ম্যাচে স্বাগতিক রেনেসের মুখোমুখি হবে পিএসজি। শুক্রবার (৩০ অক্টোবর) বাংলাদেশ সময় দিবাগত রাত দেড়টায় ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।