ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

ফিফা প্রেসিডেন্ট পদে লড়বেন শেখ সালমান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
ফিফা প্রেসিডেন্ট পদে লড়বেন শেখ সালমান ছবি: সংগৃহীত

ঢাকা: আগামী ফিফা প্রেসিডেন্ট পদে লড়বেন এশিয়ান ফুটবল কনফেডারেশন (এফসি) প্রেসিডেন্ট শেখ সালমান বিন ইব্রাহিম আল খালিফা। শেখ সালমান এর আগে উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনির নির্বাচনী প্রচারে কাজ করতে চেয়েছিলেন।



শেখ সালমান বাহারাইনের রাজকীয় পরিবারের একজন সদস্য। তবে মানবাধিকার সংস্থার দ্বারা এর আগে বিভিন্ন কাজে বেশ সমালোচিত হয়েছেন তিনি।

ফিফা প্রেসিডেন্টে মনোনয়নপত্র জমা দেওয়া শেষ দিন সোমবার। আর ২০১৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

শেখ সালমানের নির্বাচনে লড়ার ব্যাপারটি এক বিবৃতিতে নিশ্চিত করেছে এফসি। যেখানে বলা হয় এ বাহারাইনিকে সকল ধরনের সমর্থন দিবে এশিয়ান ফুটবল সংস্থাটি।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ২৭ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।