ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

দুই জাহিদকে ছাড়াই দল ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
দুই জাহিদকে ছাড়াই দল ঘোষণা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: আগামী ১২ নভেম্বর তাজিকিস্তানের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচকে সামনে রেখে ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দলে থাকা ফুটবলারদের আগামী ২৮ অক্টোবর বাফুফে ভবনে কোচ সাইফুল বারী টিটুর কাছে রিপোর্টিং করতে বলা হয়েছে।



প্রাথমিক দলে জায়গা হয়নি জাহিদ হাসান এমিলি ও জাহিদ হোসেনের। এই দুই ফরোয়ার্ডকে ছাড়া দল ঘোষণায় মত দেন বাংলাদেশের ইতালিয়ান নতুন কোচ ফ্যাবিও লোপেজ। এর আগে কিরগিজস্তানের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ছিলেন না দু’জনই। ক্যাম্পে যোগ দিয়েও ইনজুরির কথা বলে চলে এসেছিলেন জাহিদ। আর পেটে টিউমারের অস্ত্রোপচার করায় এমিলি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে আবাসিক ক্যাম্পে যোগই দেননি এমিলি।

২৮ অক্টোবর থেকে ঘোষিত প্রাথমিক দল নিয়ে আবাসিক ক্যাম্প শুরু হবে।

কিরগিজস্তানের বিপক্ষে ৩-১ গোলে হেরে বাছাইপর্বে ‘বি’ গ্রুপ শুরু করে বাংলাদেশ। পরের ম্যাচে তাজিকিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে লাল-সবুজের বাংলাদেশ। তবে, মামুনুল ইসলামের দল অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে বসে বড় ব্যবধানে (৫-০)। সর্বশেষ জর্ডানের বিপক্ষে ৪-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

৩০ জনের বাংলাদেশ দল: মামুনুল ইসলাম, রাসেল মাহমুদ লিটন, শহীদুল আলম সোহেল, মাজহারুল ইসলাম হিমেল, মাশুক মিয়া জনি, রেজাউল করিম রেজা, ওয়ালী ফয়সাল, আমিনুর রহমান সজীব, রায়হান হাসান, শাহেদুল আলম শাহেদ, কেস্ট ‍কুমার বিশ্বাস, ফয়সাল মাহমুদ, নাসিরুল ইসলাম নাসির, ইয়ামিন মুন্না, আতিকুর রহমান মিশু, ইয়াসিন খান, নাসিরউদ্দিন চৌধুরী, সোহেল রানা, তপু বর্মণ, জামাল ভুঁইয়া, আবদুল বাতেন মজুমদার কোমল, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, মোনায়েম খান রাজু, তকলিস আহমেদ, জুয়েল রানা, ইমন মাহমুদ, শাখাওয়াত হোসেন রনি, নাবীব নেওয়াজ জীবন, নুরুল ফয়সাল ও আশরাফুল ইসলাম রানা।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ২৭ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।