ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

নেইমারদের বিপক্ষে নেই মেসি-আগুয়েরো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
নেইমারদের বিপক্ষে নেই মেসি-আগুয়েরো ছবি : সংগৃহীত

ঢাকা: আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দিয়েই চার ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরবেন নেইমার। কিন্তু, নেইমারের প্রত্যাবর্তনের ম্যাচে থাকছেন না তার ক্লাব সতীর্থ লিওনেল মেসি।

ইনজুরির কারণে সার্জিও আগুয়েরোও ছিটকে গেছেন। মেসি-আগুয়েরোকে ছাড়াই ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ জেরার্ডো মার্টিনো।

আগামী ১৪ নভেম্বর (শনিবার) বিশ্বকাপ বাছাইয়ের হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে স্বাগতিক আর্জেন্টিনা। তিনদিন পর (১৭ নভেম্বর) কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। বাংলাদেশ সময় অনুযায়ী দু’টি ম্যাচ শুরু হবে যথাক্রমে ভোর ৪টা ও দিবাগত রাত আড়াইটায়।

সেপ্টেম্বরের শেষদিকে লাস পালমাসের বিপক্ষে লা লিগার ম্যাচে হাঁটুর ইনজুরিতে ভোগেন মেসি। এরপর থেকেই মাঠের বাইরে অলস সময় কাটাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক। অন্তত নভেম্বরের মাঝামাঝি সময়ের আগ পর্যন্ত তার খেলায় ফেরা সম্ভব নয়।

ইকুয়েডরের বিপক্ষে গত ০৯ অক্টোবরের ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হন আগুয়েরো। তার অনুপস্থিতিতে আবারো দলে ফিরেছেন গঞ্জালো হিগুয়েইন। আশ্চর্যজনক হলেও এর আগের ম্যাচে হিগুয়েইনকে স্কোয়াডেই ‍রাখেননি মার্টিনো।

ইনজুরি কাটিয়ে ডিফেন্ডার মার্কোস রোহোর পাশাপাশি দলে ফিরেছেন দুই মিডফিল্ডার এভার বানেগা ও এনজো পেরেজ। তিনজনই প্যারাগুয়ের বিপক্ষে দলের বাইরে থাকেন। অন্যদিকে, ঊরুর ইনজুরিতে ছিটকে গেছেন জুভেন্টাস তারকা রবার্তো পেরেইরা।

২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিতে প্রথম ম্যাচেই হারের লজ্জায় ডোবে মার্টিনোর শিষ্যরা। ঘরের মাঠেই ইকুয়েডরের বিপক্ষে ২-০ গোলে হেরে যায় মেসিবিহীন আর্জেন্টিনা। প্যারাগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্রতে ম্যাচের নিষ্পত্তি ঘটে। দুই ম্যাচ শেষেও জয়হীন দুইবারের বিশ্বচ্যাম্পিনরা।

আর্জেন্টিনা স্কোয়াড:

গোলরক্ষক: সার্জিও রোমেরা, নাহুয়েল গুজম্যান ও অগাস্টিন মার্চেসিন।

ডিফেন্ডার: মার্টিন ডেমিচেলিস, রামিরো ফুনি মোরি, এজেকুয়েল গারাই, ইমানুয়েল মাস, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস রোহো, ফাকুন্ডো রনকাগলিয়া ও পাবলো জাবালেতা।

মিডফিল্ডার: এভার বানেগা, লুকাস বিগলিয়া, অ্যাঙ্গেল ডি মারিয়া, মাটিয়াস ক্রানেভিটার, এরিক লামেলা, হাভিয়ের মাশ্চেরানো, হাভিয়ের পাস্তোরে ও এনজো পেরেজ।

ফরোয়ার্ড: অ্যাঙ্গেল কোরেয়া, পাওলো দিবালা, নিকোলাস গাইতান, গঞ্জালো হিগুয়েইন, এজেকুয়েল লাভেজ্জি ও কার্লোস তেভেজ।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।