ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

শুরু হলো দ্বিতীয় বিভাগ দাবা লিগ-২০১৫

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
শুরু হলো দ্বিতীয় বিভাগ দাবা লিগ-২০১৫ ছবি : সংগৃহীত

ঢাকা: দেশের স্বনামধন্য ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের আর্থিক পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ওয়ালটন দ্বিতীয় বিভাগ দাবা লিগ-২০১৫ এর খেলা মঙ্গলবার (২৭ অক্টোবর) দাবা কক্ষে শুরু হয়েছে।

সকালে ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ইভেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।



১৮টি দল এবারের দ্বিতীয় বিভাগ দাবা লিগে অংশগ্রহণ করেছে। দলগুলো হলোঃ শেখ রাসেল দাবা ক্লাব, হাসান মেমোরিয়াল চেস ক্লাব, বাংলাদেশ শিশু একাডেমি, নেবুলা চেস ক্লাব, চেস কিউ, মোহাম্মদপুর চেস ক্লাব, এ বি ট্রেডার্স চেস ক্লাব, রসুলপুর দাবা ঘর, ঢাকা চেস ক্লাব, নিউ নেশন চেস ক্লাব, সোনারগাঁও চেস ক্লাব, কনিকা সাংস্কৃতিক সংঘ, পিন চেস পাওয়ার, শান্তিনগর ক্লাব, বাংলাদেশ মহিলা দাবা সমিতি, জান্নাত চেস ক্লাব, গেন্ডারিয়া ফ্রেন্ডস চেস ক্লাব ও সোহেল চৌধুরী চেস একাডেমি।

মঙ্গলবার প্রথম রাউন্ডের খেলায় শেখ রাসেল ৪-০ পয়েন্টে নিউ নেশন চেসকে, হাসান মেমোরিয়াল ৩-১ পয়েন্টে সোনারগাঁও চেসকে,  শিশু একাডেমি ২.৫-১.৫ পয়েন্টে কনিকাকে, নেবুলা চেস ৪-০ পয়েন্টে পিন চেসকে, চেস কিউ ৩-১ পয়েন্টে শান্তিনগরকে, মোহাম্মদপুর চেস ৪-০ পয়েন্টে মহিলা দাবা সমিতিকে, রসুলপুর দাবা ৩-১ পয়েন্টে গেন্ডারিয়া ফ্রেন্ডসকে ও ঢাকা চেস ৪-০ পয়েন্টে সোহেল চেস একাডেমিকে পরাজিত করে।

এছাড়া এবি ট্রেডার্স ২-২ পয়েন্টে জান্নাত চেসের সাথে ড্র করে।

ওয়ালটন দ্বিতীয় বিভাগ দাবা লিগের খেলা সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে এবং শীর্ষস্থান প্রাপ্ত ২টি দল আগামী ২০১৬ সালের প্রথম বিভাগ দাবা লিগে অংশগ্রহণের সুযোগ পাবে।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, ২৭ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।