ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

আরও ১০ বছর রাশিয়াতেই থাকবেন হাল্ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
আরও ১০ বছর রাশিয়াতেই থাকবেন হাল্ক ছবি: সংগৃহীত

ঢাকা: এক-দুই কিংবা পাঁচ নয়, গুনে গুনে দশ বছর বর্তমান ক্লাব জেনিথ সেইন্ট পিটার্সবার্গের হয়ে থাকতে চান ব্রাজিলিয়ান তারকা স্ট্রাইকার হাল্ক। এদিকে, ক্লাবটির সঙ্গে তার চুক্তি ২০১৯ সাল পর্যন্ত হলেও তা ২০২৫ সাল পর্যন্ত বাড়াতে এরই মধ্যে আগ্রহ দেখিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।



অবশ্য আগ্রহ না দেখানোর কোন যৌক্তিক কারণও নেই। রাশিয়ায় সময়টি দারুণ কাটছে ব্রাজিলিয়ান তারকা ফুটবলারের। চলতি মৌসুমে জেনিথের হয়ে ১৭টি ম্যাচ খেলে এরই মধ্যে ১০ গোল করেছেন আর সতীর্থদের সহযোগিতা করেছেন ১৫টি গোল করতে।

গেল মৌসুমে দারুণ পারফরমেন্সের জন্য হাল্ককে দলে পেতে ইউরোপের অন্যান্য সেরা ক্লাবগুলো উঠেপড়ে লাগে। তবে, নিজ সিদ্ধান্তে অটল থাকেন হাল্ক। জেনিথের অফিসিয়াল ওয়েবসাইটে তিনি জানান, ‘আমি সেইন্ট পিটার্সবার্গকে ভালোবাসি এবং এখানেই থাকতে চাই। আর এখানকার দর্শকদেরও আমি পছন্দ করি। ক্লাবটির সঙ্গে আমার ২০১৯ পর্যন্ত চুক্তি আছে, তবে ক্লাব যদি ২০২৫ পর্যন্ত আমার চুক্তি নবায়ন করে, তাহলে আমার কোনো আপত্তি নেই। ’

২০১২ সালে পর্তুগিজ ক্লাব এফসি পোর্তো ছেড়ে বর্তমান ক্লাব জেনিথে পাড়ি জমান ব্রাজিলিয়ান মাসেল ম্যান হাল্ক। তবে, পোর্তো থেকে আসার পর প্রাথমিক অবস্থায় রাশিয়াতে নিজের অবস্থান করে নিতে হাল্ককে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে। অবশ্য নিজ পারফরমেন্স দেখিয়ে জেনিথে জায়গা বেশ ভালই পাকাপোক্ত করে নিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ২৭ অক্টোবর ২০১৫
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।