ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

নেইমার, সুয়ারেজহীন বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
নেইমার, সুয়ারেজহীন বার্সা ছবি: সংগৃহীত

ঢাকা: নেইমার, সুয়ারেজহীন বার্সেলোনা! এটা কীভাবে সম্ভব? য‍দিও লিওনেল মেসি বার্সার সবচাইতে বড় স্পন্সর, তাতে কী? কাতালান দলটিতে আসার পর নেইমার-সুয়ারেজ জুটি যেভাবে খেলছেন, তাতে এতোদিনে তারাও কী দলটির কম ভরসার পাত্র হয়ে উঠেছেন?

যা হোক, বার্সা ভক্তদের ভয়ের কিছু নেই। কারণ কোন ইনজুরি বা অন্য কোন নিষেধাজ্ঞার জন্য নয়, কোচ লুইচ এনরিকে নিজেই বিশ্রাম দিয়েছেন তার প্রিয় দুই শিষ্য নেইমার-সুয়ারেজকে।

কোপা দেল রে’তে পরের ম্যাচটি স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ক্লাব ভিয়ানোভেন্সের বিপক্ষে। তাই হয়তো এই ডুয়োকে মাঠে নামানোর প্রয়োজন মনে করছেন না বার্সা কোচ।

আর তাদের বিশ্রামে দেয়া নিয়ে কাতালান কোচ এনরিকে জানান, এই ম্যাচকে সামনে রেখে আমি শুধু নেইমার-সুয়ারেজকে বিশ্রাম দেইনি। বিশ্রামে রেখেছি সার্জিও বুসকেটস, হাভিয়ের মাশচেরানো, জেরার্ড পিকে ও ক্লদিও ব্রাভোকে এবং তাদের ছাড়াই আমার বদলি শিষ্যরা ম্যাচে ভাল করবে বলে আমি প্রত্যয়ী।

এদিকে, হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে দলে নেই আন্দ্রে ইনিয়েস্তা। তবে, তা নিয়ে খুব বেশি চিন্তিত নন বার্সা বস, ‘ইনিয়েস্তাকে নিয়ে আমরা কোন ঝুঁকি নিতে চাইনা। সে যখন পরিপূর্ণ সুস্থ হবে তখনই খেলবে’।

কোপা দেল রে’র এই ম্যাচকে সামনে রেখে বার্সা ‘বি’ স্কোয়াডের সদস্য জেরার্ড গামব্যু, সার্জি স্যাম্পের, আতির কানতালাপেইডরা ও উইলফ্রিড কাপতুমকে দলে ভিড়িয়েছেন এনরিক।

২৯ অক্টোবর বাংলাদেশ সময় রাত ১.৩০ মিনিটে বার্সেলোনাকে আতিথ্য দেবে ভিয়ানোভেন্সের মাঠ এসতাদিও রোমেরো কুয়েরদা।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ২৭ অক্টোবর ২০১৫
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।