ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

শেফিল্ডে বিধ্বস্ত আর্সেনাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
শেফিল্ডে বিধ্বস্ত আর্সেনাল ছবি: সংগৃহীত

ঢাকা: দ্বিতীয় সারির দল শেফিল্ড ওয়েডনেসডের বিপক্ষে বড় ব্যবধানে হারের লজ্জায় ডুবল আর্সেনাল। ৩-০ গোলের পরাজয়ে ক্যাপিটাল ওয়ান কাপের চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিয়েছে গানাররা।

পুরো ম্যাচে জুড়েই গোলের জন্য হাহাকার করে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।

ইংলিশ লিগে দুর্দান্ত ফর্মে থাকায় এ ম্যাচে বেশ কয়েকজন নবাগত খেলোয়াড়কে সুযোগ দেন ওয়েঙ্গার। বিশ্রামে থাকেন দলের অন্যতম দুই সেরা তারকা আলেক্সিস সানচেজ ও মেসুত ওজিল। কিন্তু, প্রতিপক্ষকে দুর্বল ভাবা যে মস্ত বড় ভুল সেটিরই তিক্ত স্বাদ নিলেন গানারদের কোচ।

হিলসবোরো স্টেডিয়ামে খেলা শুরুর ২৭ মিনিটে স্কটিশ ডিফেন্ডার রস ওয়ালাকের গোলে লিড নেয় শেফিল্ড। তের মিনিট পরেই স্বাগতিকদের ২-০ গোলে এগিয়ে দেন স্ট্রাইকার লুকাস জোয়া। এর আগে গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড়ের ইনজুরিতে ব্যাটফুটে চলে যায় আর্সেনাল।

ইনজুরি আক্রান্ত হয়ে খেলা শুরুর পাঁচ মিনিটেই মাঠ ছাড়েন উইঙ্গার অ্যালেক্স ওক্সলেড চেম্বারলিন। বদলি হিসেবে নামা থিও ওয়ালকটেরও একই দশা। মাত্র ১৪ মিনিট খেলেই মাঠ ত্যাগ করেন ইংলিশ স্ট্রাইকার। এরই সুবাদে ফ্রান্সের ১৭ বছর বয়সী স্ট্রাইকার ইসমাইল বেনাসের আর্সেনালের হয়ে অভিষেক ঘটে।

ম্যাচে ফিরতে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের গতি বাড়ায় অলিভার জিরুদরা। কিন্তু, উল্টো আরেকটি গোল হজম করে বসে গানাররা। ৫১ মিনিটে শেফিল্ডের হয়ে তৃতীয় গোলটি করেন ডিফেন্ডার স্যাম হাচিনসন। তিন গোলে পিছিয়ে থেকে ম্যাচ থেকেই ছিটকে যায় ইংলিশ জায়ান্টরা। শেষ পর্যন্ত হতাশাজনক পরাজয়ই তাদের সঙ্গী হয়।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।