ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

রামোস ভীতিতে সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
রামোস ভীতিতে সুয়ারেজ ছবি: সংগৃহীত

ঢাকা: তারকা স্ট্রাইকারদের সফলতার মূলমন্ত্র হচ্ছে ডিফেন্ডারদের পরাস্ত করা। সেদিক থেকে পিছিয়ে নেই লুইস সুয়ারেজ।

লিভারপুলের পর বার্সেলোনার হয়েও নিজের তারকাদ্যুতি ছড়াচ্ছেন ২৮ বছর বয়সী এ স্ট্রাইকার। তবে এ লক্ষ্যে পৌঁছাতে অনেক কঠিন ডিফেন্ডারকেই টেক্কা দিতে হয়।

এদিক থেকে সুয়ারেজের কাছে সবচেয়ে কঠিন ডিফেন্ডার রিয়াল মাদ্রিদের সার্জিও রামোস। গত মৌসুমে অ্যানফিল্ড ছেড়ে বার্সায় পাড়ি জমানোর পর দু’বার রামোসের মুখোমুখি হন সুয়ারেজ। তাতেই স্প্যানিশ সেন্টার ব্যাককে বেশ সমীহর চোখে দেখছেন উরুগুইয়ান তারকা।

স্প্যানিশ দৈনিক মুন্ডো দেপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে সুয়ারেজ বলেন, ‘রামোস খুবই কঠিন ডিফেন্ডার। সে বেশ দক্ষ ও অভিজ্ঞ। তার মাঝে রয়েছে প্রতিদ্বন্দ্বিতামূলক মনোভাব। ক্যারিয়ারে অনেক ডিফেন্ডারের মুখোমুখি হয়েছি। কিন্তু, রামোসকেই সবার উপরে রাখছি। ন্যু ক্যাম্পে গত বছরের মার্চে রিয়ালের বিপক্ষে বার্সেলোনার ২-১ গোলের জয়ে আমার গোলটি বেশ গুরুত্বপূর্ণ ছিল। এটি স্মরণীয় হয়ে থাকবে। ’

ক’দিন আগেই মেসিবিহীন বার্সার হয়ে এইবারের বিপক্ষে হ্যাটট্রিক করেন সুয়ারেজ। এ প্রসঙ্গটিও তিনি টেনে আনেন, ‘মেসিকে ছাড়া দলের দারুণ জয়ে আমি উচ্ছ্বসিত। সে দলের অন্যতম প্রধান ফুটবলার। তার অনুপস্থিতিতে জয়ের ধারা অব্যাহত রাখার বিকল্প নেই। এইবারের বিপক্ষে হ্যাটট্রিক করায় আমি খুশি। আশা করছি, পরবর্তী ম্যাচগুলোতেও ধারাবাহিকতা বজায় রাখতে পারব। ’

আগামী ২১ নভেম্বর এল ক্লাসিকোতে আবারো রামোসের মুখোমুখি হতে যাচ্ছেন সুয়ারেজ। শেষ হাসি কে হাসবেন তা দেখার অপেক্ষায় অগণিত ফুটবল ভক্ত!

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।