ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

সাত প্রার্থীর নাম ঘোষণা করল ফিফা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
সাত প্রার্থীর নাম ঘোষণা করল ফিফা বাঁ থেকে প্লাতিনি, প্রিন্স আলি, গিয়ানি ও শেখ সালমান

ঢাকা: আগামী ফিফা প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে সাত জন প্রার্থীর নাম ঘোষণা করেছে ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন। তবে বর্তমান প্রেসিডেন্ট সেপ ব্ল্যটারের পরিবর্তে আগামী নির্বাচনে সাত জনের এ তালিকায় নেই ডেভিড নাখিদ।



ত্রিনিদাদ ও টোবাগোর সাবেক ফুটবলার নাখিদ প্রেসিডেন্ট নির্বাচনে দাড়ানোর কথা থাকলেও ফুটবলের সর্বোচ্চ সংস্থার বিবৃতিতে তার নাম পাওয়া যায়নি।

এদিকে নাখিদের তালিকায় না থাকাটা প্রমাণ করে, আগামী নির্বাচনে মিশেল প্লাতিনি ছাড়া অন্যকোন সাবেক ফুটবলার প্রার্থী হচ্ছে না। উয়েফা প্রেসিডেন্ট প্লাতিনি বর্তমানে ফুটবল সাময়িক সময়ের জন্য থেকে নিষিদ্ধ রয়েছেন।

২৬ ফেব্রুয়ারি ২০১৬তে ফিফার পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। দুর্নীতির অভিযোগে প্লাতিনি ছাড়া বর্তমান প্রেসিডেন্ট সেপ ব্লাটারও ফুটবল থেকে সাময়িক সময়ের জন্য নিষিদ্ধ রয়েছেন।

ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে সাত জন প্রার্থী হলেন, জর্দানের প্রিন্স আলি বিন আল হুসাইন, উয়েফা জেনারেল সেক্রেটারি গিয়ানি ইনফানটিনো, লাইবেরিয়ান এফএ প্রেসিডেন্ট মুসা বিলিটি, এএফসি প্রেসিডেন্ট শেখ সালমান, সাবেক কুটনৈতিক জেরম চামপাগনে, দক্ষিণ আফ্রিকান ব্যাবসায়ী টোকিও সেক্সওয়ালে ও উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ২৮ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।