ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

লিগ কাপে ম্যানসিটির বড় জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
লিগ কাপে ম্যানসিটির বড় জয় ছবি: সংগৃহীত

ঢাকা: ক্যাপিটাল ওয়ান কাপে ক্রিস্টাল প্যালেসকে ৫-১ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। এর ফলে লিগ কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ম্যানুয়েল পেলেগ্রিনির শিষ্যরা।



ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে এদিন ক্রিস্টালকে আতিথিয়েতা দেয় ম্যানসিটি। তবে ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে প্রিমিয়ার লিগে শীর্ষ দলটি।

এদিন সিটিজেনদের হয়ে অসাধারণ পারফরম্যান্স করেন কেভিন ডি ব্রুইন। ম্যানসিটিতে যোগ দেওয়ার পর থেকেই নিজেকে একের পর এক উচ্চতায় নিয়ে যাচ্ছেন এ বেলজিয়ান। ম্যাচে একটি গোল (৪৪ মিনিট) করার পাশাপাশি অন্য একটি গোলে সহায়তায় করেন তিনি।

দলের হয়ে অন্য গোলগুলি করেন ওয়েলফ্রেড বনি (২২), কেলেচি লেহনাচো (৫৯), ইয়া ইয়া তোরে (৭৬ পেনাল্টি) ও ম্যানুয়েল গার্সিয়া (৯৪)। তবে ম্যাচের ৮৯ মিনিটে সফকারীদের হয়ে একটি গোল শোধ করেন ডেমিয়েন ডেলানি।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ২৯ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।