ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

লিভারপুলের হয়ে ক্লপের প্রথম জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
লিভারপুলের হয়ে ক্লপের প্রথম জয় ছবি: সংগৃহীত

ঢাকা: অবশেষে কোচ হিসেবে লিভারপুলের হয়ে প্রথম জয় পেলেন জার্গেন ক্লপ। ক্যাপিটাল ওয়ান কাপে এএফসি বার্নমাউথের বিপক্ষে ১-০ গোলে জয় পেল অল রেডসরা।

এর ফলে লিগ কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে দলটি।

বুরুশিয়া ডর্টমুন্ড থেকে লিভার‍পুলে কোচ হিসেবে যোগ দেওয়ার পর এটি ক্লপের প্রথম জয়। এরআগে প্রিমিয়ার লিগে নিজের প্রথম তিনটি ম্যাচে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় এ জার্মান কোচকে।

ঘরের মাঠ অ্যনফিল্ডে এদিন ফেভারিট হিসেবেই মাঠে নামে লিভারপুল। আর ম্যাচের শুরুতেই লিড নেয় দলটি। নাথানিয়েল ক্লিনের অভিষেক গোলে স্বস্তির জয় পায় অল রেডসরা। ম্যাচের বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে দলটি।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, ২৯ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।