ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

মেসি ১৪, রোনালদো ৫, নেই নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
মেসি ১৪, রোনালদো ৫, নেই নেইমার ছবি: সংগৃহীত

ঢাকা: ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’ গণতান্ত্রিক এ কথার ছলে ফুটবল পাগলের দেশ ব্রাজিলের সকল ধরনের বিভাগীয় ২০ জন ফুটবল কোচদের মধ্যে একটি ভোট গণনা হয়। প্রার্থী নির্বাচনের পর দেখা যায় আর্জেন্টিনা আর বার্সেলোনার লিওনেল মেসি সর্বোচ্চ ভোট পেয়ে শীর্ষস্থান দখল করেছেন।



মজার ব্যাপার হলো, যোগ্য প্রার্থী বিবেচনায় ব্রাজিলের কোচরা আপনজনকে ফেলে ভোট দিয়েছেন অন্যদের। ব্রাজিল কোচদের নিয়ে ভোট সম্পাদন করা হলেও সেখানে ছিলেন না দেশটির বর্তমান সেরা স্ট্রাইকার ও অধিনায়ক নেইমার। ওই ‘যাকে খুশি তাকে দেওয়া’ ভোটের প্রার্থী তালিকায় শুধুমাত্র দু’জনই ছিলেন। নেইমারকে প্রার্থীতার বাইরে রেখে বর্তমান বিশ্বসেরা দুই ফুটবলার লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে ভোট গণনা হয়।

রোনালদো নাকি মেসি- কে পাচ্ছেন এবারের ফিফা ব্যালন ডি’অর? উত্তর মিলবে ২০১৬ সালের ১১ জানুয়ারি। তবে তার আগে ব্রাজিলের কোচরা বর্ষসেরা ফুটবলার বেছে নিতে নিজেদের মধ্যেই ভোট গণনা করেন। যেখানে বার্সা তারকা মেসি পেয়েছেন সর্বোচ্চ ১৪ ভোট। আর রিয়াল মাদ্রিদের তারকা রোনালদো পেয়েছেন মাত্র ৫ ভোট। ২০ জনের ভোট নেওয়া হলে বাকি ভোটটি কে পেয়েছেন?

একটি ভোট মেসি বা রোনালদো কেউ পাননি। ব্রাজিল আর ইতালির জাতীয় ফুটবল দলের সাবেক কোচ মানো মেনজেসের ভোটটি পাননি মেসি-রোনালদো। ২০১০-১২ সাল পর্যন্ত ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব পালন করা মেনজেস এ দুই তারকার কাউকেই বেছে নেননি।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ২৯ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।