ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

শেষ হলো ফালদো সিরিজ বাংলাদেশ গলফ চ্যাম্পিয়নশিপ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
শেষ হলো ফালদো সিরিজ বাংলাদেশ গলফ চ্যাম্পিয়নশিপ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শেষ হলো গলফের তিনদিনব্যাপী দ্বিতীয় ফালদো সিরিজ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ-২০১৫। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ কোর্সে এ সিরিজ শেষ হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।



সমাপনী অনুষ্ঠানে ন্যাশনাল ডিফেন্স কলেজের সিনিয়র ডাইরেক্টিং স্টাফ (আর্মি) এবং আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল হামিদুর রহমান চৌধুরী প্রধান অতিথি হিসেবে বিজয়ী জুনিয়র গলফারদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

বাংলাদেশ গলফ ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় দ্বিতীয়বারের মতো আয়োজিত এ প্রতিযোগিতায় ফেডারেশনের অধিভুক্ত ১২টি ক্লাবের মধ্য থেকে আটটি ক্লাব ও
বাংলাদেশ সেনাবাহিনী গলফ দলের মোট ৮৬ জন জুনিয়র গলফার বয়সভিত্তিক বিভিন্ন বিভাগে অংশ নেন।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিজয়ী খেলোয়াড়রা হলেন- আকবর হোসেন-উইনার (বেস্ট গ্রস ৫৪ হোল), আহনাফ সাদমান- চ্যাম্পিয়ন (ছেলে অনূর্ধ্ব-১৬ বছর), আফনান মাহমুদ চৌধুরী- চ্যাম্পিয়ন (ছেলে- অনূর্ধ্ব-১৮ বছর), আকবর হোসেন- চ্যাম্পিয়ন (ছেলে-অনূর্ধ্ব ২১ বছর) এবং সোনিয়া আক্তার-চ্যাম্পিয়ন (মেয়ে- অনূর্ধ্ব-২১ বছর)।

টুর্নামেন্টে অংশ নেওয়া জুনিয়র গলফাররা ছাড়াও বাংলাদেশ গলফ ফেডারেশনের মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদ সিদ্দিকী, টুর্নামেন্টের সাংগঠনিক কমিটির ভাইস চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আকতার (অব.), টুর্নামেন্ট ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অব.), ফেডারেশনের ভারপ্রাপ্ত যুগ্ম সচিব লে. কর্নেল মো. আবদুল বারি (অব.) এবং বাংলাদেশ গলফ ফেডারেশন ও কুর্মিটোলা গলফ ক্লাবের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ২৭ অক্টোবর ফালদো সিরিজ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ- ২০১৫ কুর্মিটোলা গলফ ক্লাবে শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
জেপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।