ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

ডি মারিয়ার রিয়াল ‍ছাড়ার আক্ষেপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
ডি মারিয়ার রিয়াল ‍ছাড়ার আক্ষেপ ছবি: সংগৃহীত

ঢাকা: গত মৌসুমে অনেকটা বাধ্য হয়েই রিয়াল মাদ্রিদ ছাড়েন অ্যাঙ্গেল ডি মারিয়া। ক্লাব কর্মকর্তাদের ওপর ক্ষোভ থাকলেও ক্লাবের প্রতি আর্জেন্টাইন তারকার শ্রদ্ধা ও ভালোবাসা এখনো অটুট।

স্প্যানিশ দৈনিক মার্কার কাছে এমন অভিব্যক্তিই প্রকাশ করেন ২৭ বছর বয়সী মিডফিল্ডার।

রিয়াল ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমানোর পর যেন নিজের ছায়া হয়ে থাকেন ডি মারিয়া। ইনজুরি আর ফর্মহীনতায় তার ওপর আস্থা হারায় রেড ডেভিলসরা। শেষদিকে কোচ লুইস ফন গালের সঙ্গে দ্বন্দ্বের বিষয়টিও বেশ আলোচিত হয়। তাই এক মৌসুমের ওল্ড ট্রাফোর্ড অধ্যায়ের ইতি টেনে যোগ দেন প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি)।

ডি মারিয়া বলেন, ‘আমি সবসময়ই বার্নাব্যুতে থাকতে চেয়েছি। কিন্তু ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে সম্পর্কটা ভালো ছিল না। তবে রিয়াল মাদ্রিদের প্রতি এখনো আমার শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। ’

এদিকে, চ্যাম্পিয়নস লিগের ম্যাচ দিয়েই বার্নাব্যুতে ফিরছেন ডি মারিয়া। আগামী ০৩ নভেম্বর (মঙ্গলবার) গ্রুপ পর্বের ফিরতি ম্যাচে রিয়ালের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে। এর আগে প্যারিসে অনুষ্ঠিত দু’দলের মধ্যকার প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হয়।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।