ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

শুরু হচ্ছে আন্তর্জাতিক জুনিয়র টেনিস

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
শুরু হচ্ছে আন্তর্জাতিক জুনিয়র টেনিস ছবি: সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে, বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় শুরু হচ্ছে “ওয়ালটন ২৯তম বাংলাদেশ আইটিএফ জুনিয়ন টেনিস চ্যাম্পিয়নশীপস ২০১৫, গ্রুপ ৫”।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর জনাব এফ. এম. ইকবাল বিন (ডন), ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ আলী দ্বীন, সাধারণ সম্পাদক জনাব মীর খুরশীদ আনোয়ার ও টুর্নামেন্ট ডিরেক্টর জনাব লুৎফর রহমান সান্টু।
 
জাতীয় টেনিস কমপ্লেক্সে আগামী ২ নভেম্বর থেকে শুরু হতে হওয়া এ প্রতিযোগিতা চলবে ৭ নভেম্বর পরযন্ত। ‍ এর আগে ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর হবে বাছাই পর্বের খেলা। টুর্নামেন্টে স্বাগতিক দেশসহ অংশ নেবে ১৬টি দেশের ৬৮ জন বালক ও ৩৬ জন বালিকাসহ মোট ১০৪ জন খেলোয়াড়।
 
টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশগুলো হলো: বাংলাদেশ, অস্ট্রেলিয়া, কম্বোডিয়া, চীন, চাইনিজ তাইপে, গ্রেট ব্রিটেন, জার্মানি, হংকং, ভারত, কোরিয়া, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা ও সিরিয়া।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘন্টা, ২৯ অক্টোবর ২০১৫
এইচএল/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।