ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

লা লিগায় ফিরছেন না ভিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
লা লিগায় ফিরছেন না ভিয়া ছবি: সংগৃহীত

ঢাকা: সাবেক ক্লাব ভ্যালেন্সিয়াতে ফেরার গুজব উড়িয়ে দিয়েছেন স্প্যানিশ তারকা ডেভিড ভিয়া। ভবিষ্যতেও লা লিগায় খেলার ব্যাপারে অনীহা প্রকাশ করেন ৩৩ বছর বয়সী স্ট্রাইকার।

মূলত, বয়সের সঙ্গে ফর্মের কথা চিন্তা করেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।

সম্প্রতি নিউ ইয়র্ক সিটি থেকে স্বল্পকালীন ধারের চুক্তিতে ভিয়ার স্পেনে ফেরার একটা গুঞ্জন রটেছিল। আগামী বছরের মার্চে মেজর লিগ সকারের (এমএলএস) মৌসুম শুরুর আগ পর্যন্ত তার ভ্যালেন্সিয়ার হয়ে খেলার সম্ভাবনার বিষয়টি বেশ আলোচিত হয়। কিন্তু, উইন্টার সিজনে দলবদলের গুজবটি এক কথাই নাকচ করে দিলেন ভিয়া।

স্প্যানিশ দৈনিক মুন্ডো দেপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে ভিয়া বলেন, ‘লা লিগা আমার কাছে অতীত। সময় পুরিয়ে গেছে। সেখানে ফিরে যাওয়ার কোনো ইচ্ছাই আর নেই। তবে স্প্যানিশ লিগের সুখস্মৃতিগুলো সব সময়ই মনে থাকবে। আর একটি কথা না বললেই নয়, আমার সাবেক ক্লাব বার্সেলোনার গত মৌসুমে ট্রেবল জয়টি ছিল চমৎকার। ’

স্প্যানিশ তারকা উল্লেখ করেন, ‘নিউ ইয়র্ক সিটির হয়ে প্রথম মৌসুমটা আমার মোটেই ভালো হয়নি। নিজের খেলার মান নিয়েই আমি হতাশ। তবে যুক্তরাষ্ট্রে থাকার অভিজ্ঞতাসহ এমএলএস লিগে খেলতে পেরে খুবই খুশি। এবার নিজের সেরাটা দেওয়ার সর্বোচ্চ চেষ্টাই করব। ’

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।