ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

মাদ্রিদে সেরাটাই খেলবে পিএসজি: সিলভা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
মাদ্রিদে সেরাটাই খেলবে পিএসজি: সিলভা ছবি: সংগৃহীত

ঢাকা: ২০১৫-১৬ উয়েফা চ্যাম্পিয়নস লিগে গ্রুপ ‘এ’ তে রয়েছে দুই সেরা দল রিয়াল মাদ্রিদ ও প্যারিস সেন্ট জার্মেই। শক্তির বিচারে রিয়াল এগিয়ে থাকলেও মাদ্রিদে দ্বিতীয় লেগের ম্যাচে পিএসজি নিজেদের সেরাটাই খেলবে বলে জানিয়েছেন তারকা ডিফেন্ডার থিয়েগো সিলভা।

মঙ্গলবার (০৩ নভেম্বর) সান্থিয়াগো বার্নাব্যু’তে লড়বে দু’দল।

ফ্রেঞ্জ লিগ ওয়ানে বর্তমানে ১০ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষে রয়েছে পিএসজি। সর্বশেষ শুক্রবার রেনেসের বিপক্ষে ‍অ্যাঙ্গেল ডি মারিয়ার গোলে ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লরা ব্লার শিষ্যরা।

এর আগে রিয়াল ও পিএসজি’র প্রথম লেগের ম্যাচটি গোলশূণ্য ড্র হয়। যেখানে ম্যাচটি লিগ ওয়ান চ্যাম্পিয়নদের ঘরের মাঠে পার্ক দেস প্রিন্সেসে অনুষ্ঠিত হয়েছিল।

সিলভা বলেন, ‘জয়টাই আসলে সবচেয়ে বড় বিষয়। এমনকি ম্যাচে আমরা ভালো খেলতে না পারলেও। আমরা অবশ্যই তাদের থেকে ভালো খেলার চেষ্টা করব। আর মাদ্রিদে আমরা কোন সুযোগ নষ্ট করব না। ’

ব্রাজিলিয়ান তারকা আরো বলেন, ‘রিয়ালের প্রতি অামাদের যথেষ্ট সম্মান রয়েছে। তবে সেখানে আমাদের সেরাটাই খেলতে হবে। এমনকি লিগ ম্যাচে যারা ভালো খেলতে পারেনি তাদেরও সেরাটা খেলতে হবে। ’

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ৩১ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।