ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

দাপুটে জয়ে শীর্ষেই রইলো রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৯ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
দাপুটে জয়ে শীর্ষেই রইলো রিয়াল ছবি: সংগৃহীত

ঢাকা: লা লিগায় টানা দশ ম্যাচে অপরাজিত থাকল রিয়াল মাদ্রিদ। লাস পালমাসকে ৩-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটাও ধরে রাখল গ্যালাকটিকোরা।

রিয়ালের জয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর গোল থাকবে না তা কী হয়! একটি গোল করেই বার্সেলোনা তারকা নেইমারের সঙ্গে যুগ্নভাবে সর্বোচ্চ গোলদাতার আসনে রয়েছেন পর্তুগিজ তারকা। যদিও গেটাফের বিপক্ষে গোল পেলেই রোনালদোকে ছাড়িয়ে যাবেন ব্রাজিলিয়ান সেনসেশন।

বার্নাব্যুতে খেলা শুরুর চার মিনিটেই মিডফিল্ডার ক্যাসেমিরোর পাসে রিয়ালকে লিড এনে দেন ইস্কো। এর ১০ মিনিট পরেই মার্সেলোর ক্রসে ঝাপিয়ে পড়ে বুলেট গতির হেডে বল জালে পাঠান রোনালদো। ৩৮ মিনিটে মিডফিল্ডার হার্নানের গোলে ম্যাচে ফেরে লাস পালমাস।

তবে প্রথমার্ধের দুই মিনিট আগে জেসে রদ্রিগেজের গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। নির্ধারিত সময়ের আগ পর্যন্ত দু’দলের কেউই আর গোলের দেখা পায়নি। যদিও ব্যবধান বাড়ানোর কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন ইস্কো-টনি ক্রুসরা। উল্লেখ্য, ইনজুরির কারণে করিম বেনজেমা, গ্যারেথ বেল দলের বাইরে থাকায় প্রতিপক্ষের গোল সীমানায় অনেকটা ফিনিশিং দুর্বলতায় ভোগে স্বাগতিকরা।

অন্যদিকে, বল দখলের লড়াইয়ে প্রায় সমানে সমান ছিল ভিজিটররা।

অবশ্য আক্রমণাত্মক ফুটবলে ম্যাচের নিয়ন্ত্রণটা রিয়ালের হাতেই থাকে। তাই শেষ পর্যন্ত প্রত্যাশিত জয় নিয়েই মাঠ ছাড়ে রাফা বেনিতেজের শিষ্যরা।

আগামী ০৮ নভেম্বর (রোববার) নিজেদের পরবর্তী ম্যাচে স্বাগতিক সেভিয়ার মুখোমুখি হবে রিয়াল। বাংলাদেশ সময় অনুযায়ী দিবাগত রাত দেড়টায় ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ সময়: ০০২৮ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।