ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

তোরের গোলে সিটিজেনদের রক্ষা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
তোরের গোলে সিটিজেনদের রক্ষা ছবি: সংগৃহীত

ঢাকা: পুরো ম্যাচে আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েও নরউইচ সিটির বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। শেষদিকে ইয়াইয়া তোরের পেনাল্টি গোলেই সিটিজেনদের জয় নিশ্চিত হয়।

একই সঙ্গে পয়েন্ট টেবিলের শীষন্থানটাও অক্ষুন্ন রাখে চারবারের চ্যাম্পিয়নরা।

ইতিহাদ স্টেডিয়ামে খেলার শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ম্যানসিটি। বলতে গেলে, স্বাগতিকদের আক্রমণ সামলাতে হিমশিম খায় নরউইচ।   কিন্তু প্রথমার্ধে জালের ঠিকানাই খুঁজে পায়নি ম্যানুয়েল পেলেগ্রিনির শিষ্যরা।

দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে ম্যানসিটির অপেক্ষার অবসান ঘটান ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি। কেভিন ডি ব্রুইনের কর্ণার কিক থেকে হেডে বল জালে জড়ান এ আর্জেন্টাইন। তবে ৮৩ মিনিটে গোলরক্ষক জো হার্টের ভুলের খেসারত দেয় সিটিজেনরা। প্রতিপক্ষের খেলোয়াড় রবি ব্র্যাডির ক্রস থেকে আসা উড়ন্ত বলটি হার্টের হাত থেকে ফসকে যায়। আলতো টোকায় নরউইচকে সমতায় ফেরান ইংলিশ স্ট্রাইকার ক্যামেরন জেরম।

হার্ট যে ভুলটি করেন যেন সেটিরই পুনরাবৃত্তি ঘটান নরউইচের গোলরক্ষক জন রাডি। নির্ধারিত সময়ের আগ মুহূর্তে নাভাসের সহজ ক্রসটি তালুবন্দি করতে ব্যর্থ হন তিনি। বল পেয়ে গোলমুখে শট নেন রাহিম স্টার্লিং। কিন্তু, গোলপোস্টের নিচ থেকে হাত দিয়েই স্টার্লিংয়ের শট প্রতিহত করেন ডিফেন্ডার রাসেল মার্টিন। সঙ্গে সঙ্গেই তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।

স্পট কিক থেকে জয়সূচক গোল আদায় করতে কোনো ভুল করেননি আইভরিকোস্ট তারকা ইয়াইয়া তোরে। ইনজুরি সময়ের শেষদিকে আরেকটি পেনাল্টির সুযোগ পায় স্বাগতিকরা। কিন্তু তা মিস করেন সার্বিয়ান ডিফেন্ডার আলেক্সান্ডার কোলারভ। সে যাই হোক, ম্যাচ শেষে স্বস্তিদায়ক জয় নিয়ে মাঠ ছাড়ে সিটিজেনরা।

বাংলাদেশ সময়: ০১২৩ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।