ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

সুয়ারেজ-নেইমার জুটিতে বার্সার সহজ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
সুয়ারেজ-নেইমার জুটিতে বার্সার সহজ জয় ছবি: সংগৃহীত

ঢাকা: লুইস সুয়ারেজ ও নেইমারের অসাধারণ পারফরম্যান্সে গেটাফের বিপক্ষে ২-০ ব্যবধানের সহজ জয় পেল বার্সেলোনা। আর এ জয়ের ফলে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সমান পয়েন্ট অর্জন করে দ্বিতীয় অবস্থানে রইল কাতালানরা।

সুয়ারেজ ও নেইমার দু’জনেই একটি করে গোল করেন।

লা লিগায় শনিবার (০১ নভেম্বর) বাংলাদেশ সময় মধ্যরাতে গেটাফের মাঠ কোলিসিয়াম আলফাসোনো পেরেজে অতিথি হিসেবে খেলতে যায় বার্সা। আর ম্যাচের শুরু থেকে দাপটের সঙ্গে খেলতে থাকে লুইস এনরিকের শিষ্যরা। বার্সা এর আগে সর্বশেষ পাঁচটি অ্যাওয়ে ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছিল। তবে সার্জিও রোবের্টোর কল্যাণে স্প্যানিশ জায়ান্ট দলটির জয় সহজ করে দেন সুয়ারেজ ও নেইমার।

বার্সার সেরা তারকা লিওনেল মেসির ইনজুরির পর থেকে দলের দায়িত্ব ভালো ভাবেই বুঝে নিয়েছেন উরুগুইয়ান স্ট্রাইকার সুয়ারেজ ও ব্রাজিল অধিনায়ক নেইমার। দু’জন মিলে দলের হয়ে সর্বশেষ ১৪টি গোল করেছেন।

এদিন ম্যাচের শুরু থেকে আক্রমণাত্ব হয়ে খেলা বার্সা ৩৭ মিনিটে লিড পায়। নেইমারের ক্রস থেকে বল পেয়ে মিডফিল্ডার রোবের্টো দারুণ এক পাস দেন সুয়ারেজকে। আর সেই পাওয়া বল থেকে গোল করতে ভুল করেননি সাবেক লিভারপুল স্ট্রাইকার। আর এ গোলের ফলে ক্যারিয়ারের ৩০০তম গোলের মাইলফলক স্পর্শ করলেন সুয়ারেজ। পরে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় সফরকারীরা।

বিরতির পরও আক্রমণের ধারা অব্যাহত রাখে বার্সা শিবির। এরই সুবাদে ম্যাচে ৫৮ মিনিটে লিড দ্বিগুন করেন নেইমার। ইনজুরি ফেরত রোবের্টোর অ্যাসিস্টে দারুণ এক ভল্যির মাধ্যমে লিড দুইয়ে নিয়ে যান সাবেক সান্তোস তারকা নেইমার।

ম্যাচে বার্সা আরো কয়েকবার সুযোগ পেলেও তা থেকে আর কোন গোল হয়নি। বিশেষ করে তরুণ স্ট্রাইকার মুনির আল হাদ্দাদির অসাধারণ একটি প্রচেষ্টা ব্যর্থ না হলে লিড তিনে নিয়ে যেতে পারত বার্সা। তবে খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে এনরিকের শিষ্যরা।

এ ম্যাচ শেষে ১০ খেলায় ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে বার্সা। সমান খেলায় সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে রিয়াল মাদ্রিদ।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, ০১ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।