ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

রোমাকে হারিয়ে শীর্ষে ইন্টার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
রোমাকে হারিয়ে শীর্ষে ইন্টার ছবি: সংগৃহীত

ঢাকা: সিরিআ লিগে রোমাকে হারিয়ে শীর্ষস্থান নিশ্চিত করলো ইন্টার মিলান। ম্যাচে গ্যারি মেডেলের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পায় রবার্টো ম্যানচিনির শিষ্যরা।



ইন্টারের ঘরের মাঠ সান সিরোতে এদিন ইতালি লিগে শীর্ষস্থানে থেকে আতিথিয়েতা নিতে আসে রোমা। তবে আক্রমণ পাল্টা আক্রমণের এ ম্যাচে শেষ পর্যন্ত স্বাগতিকরাই শেষ হাসি হাসে।

ম্যাচের ৩১ মিনিটে স্টেভেন জোভিটিচের অ্যাস্টিট থেকে দলের লিড এনে দেন বসনিয়ান মিডফিল্ডার মেডেল। তবে ইন্টারের সামনে লিড বাড়ানোর সুযোগ ছিল। কারণ ম্যাচের ৪১ ও ৭৩ মিনিটে দু’বার হলুদ কার্ড পাওয়া রোমা ফুটবলার মিরালেম পিজানিক মাঠের বাইরে চলে যান।

ফলে ১০ জনের দলে পরিণত হয় রোমা। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি ইন্টার। তাই ম্যাচ শেষে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে জায়ান্ট দলটি। ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে সবার ওপরে ইন্টার আর সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে রোমা।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ৩১ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।