ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

মেসির এল ক্লাসিকো মিস!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
মেসির এল ক্লাসিকো মিস! ছবি: সংগৃহীত

ঢাকা: ইনজুরির কারণে এক মাসেরও অধিক সময় ধরে দলের বাইরে লিওনেল মেসি। এল ক্লাসিকো ম্যাচে তার মাঠে ফেরার সম্ভাবনা থাকলেও তা নিয়ে রয়েছে সংশয়।

হাঁটুর ইনজুরি থেকে প্রত্যাশা অনুযায়ী সেরে উঠছেন না আর্জেন্টাইন তারকা। ফিটনেস সমস্যার কারণেই রিয়াল মাদ্রিদের বিপক্ষে তার খেলা অনিশ্চিত। স্প্যানিশ গণমাধ্যমের বরাত দিয়ে এমনটিই জানা গেছে। অবশ্য, বার্সেলোনার পক্ষ থেকে এখনো অফিসিয়ালি কোনো বিবৃতি দেওয়া হয়নি।

আগামী ২১ নভেম্বর (শনিবার) রিয়ালের মুখোমুখি হবে বার্সেলোনা। বার্নাব্যুতে হাইভোল্টেজ এল ক্লাসিকো ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টা ১৫ মিনিটে। শেষ পর্যন্ত মেসি খেলতে না পারলে সেটি হবে গ্যালাকটিকোদের জন্য বড়ই স্বস্তির খবর!

সূত্রমতে, ডিসেম্বরের শুরুর দিকে মেসি শতভাগ ফিটনেস ফিরে পেতে পারেন। তাই আশঙ্কা করা হচ্ছে, রিয়ালের বিপক্ষে ২১ নভেম্বরের ম্যাচে তার খেলার সম্ভানা খুবই ক্ষীণ। অথচ এর আগে ধারণা করা হয়েছিল, নভেম্বরের মাঝামাঝি সময়ের পরই মাঠে ফিরবেন মেসি। কিন্তু, সবকিছুতেই এখন ভিন্ন মাত্রা যুক্ত হলো।

ইতোমধ্যেই মেসিবিহীন সাতটি ম্যাচ খেলেছে বার্সা। অবশ্য, আর্জেন্টাইন তারকার অভাবটা বুঝতেই দিচ্ছেন না নেইমার-সুয়ারেজ জুটি। দুই লাতিন আমেরিকান তারকার নৈপুণ্যে জয়ের ধারায় রয়েছে কাতালানরা।

গত ২৬ সেপ্টেম্বর লাস পালমাসের বিপক্ষে হাঁটুর ইনজুরিতে ভুগে ৭-৮ সপ্তাহের জন্য ছিটকে যান মেসি।   তার অনুপস্থিতিতে সব মিলিয়ে এখন পর্যন্ত সাত ম্যাচের মধ্যে পাঁচটিতেই জয়লাভ করে বার্সা। শুধুমাত্র মেসিবিহীন প্রথম ম্যাচেই সেভিয়ার বিপক্ষে ২-১ গোলে হার মানে কাতালানরা।

আর গত ২৮ অক্টোবরের কোপা দেল রের ম্যাচে ভিলানোভেনসের বিপক্ষে প্রথম সারির দল নামিয়ে হতাশা উপহার পান এনরিক। গোলশূন্য ড্র করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অন্যদিকে, চ্যাম্পিয়ন লিগের ম্যাচে বায়ার লেভারকুসেন ও বাতো বোরিসভের বিপক্ষে জয় তুলে নেয় বার্সা। মেসিকে ছাড়া বার্সার জয়ের ধারা বজায় থাকবে কিনা সেটিই এখন দেখার বিষয়!

প্রসঙ্গত, মেসির ইনজুরিতে আর্জেন্টিনাও নেই স্বস্তিতে। সম্প্রতি তাকে ছাড়াই  ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণা করেন জেরার্ডো মার্টিনো। ১৪ ও ১৭ নভেম্বর ম্যাচ দু’টি অনুষ্ঠিত হবে। এর ‍আগে প্রথম দুই ম্যাচের একটিতেও জয় পায়নি আলবিসেলেস্তেরা। ইকুয়েডরের বিপক্ষে ২-০ গোলে হারের পর প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে দু’বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।