ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

শুরু হলো আন্তর্জাতিক জুনিয়র টেনিস প্রতিযোগিতা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
শুরু হলো আন্তর্জাতিক জুনিয়র টেনিস প্রতিযোগিতা ছবি : সংগৃহীত

ঢাকা: দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটনের পৃষ্ঠপোষকতায়, আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ) এর অনুমোদনক্রমে ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় শুরু হয়েছে ‘ওয়ালটন ২৯তম বাংলাদেশ আইটিএফ জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ ২০১৫’।

রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে আন্তর্জাতিক জুনিয়র টেনিস প্রতিযোগিতাটি ০২ নভেম্বর থেকে ০৭ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।



গ্রুপ-৫ এর খেলায় বালিকা এককে ভারতের গৌরী আগার ৬-০, ৬-০ গেমে বাংলাদেশের রাইসা হায়দারকে, ভারতের সারাহ মেনজ ৬-০, ৬-০ গেমে বাংলাদেশের ফাবিহা লামিসা সুচনাকে, চায়নার জিয়াও হি ৭-৫, ৬-৭, ৬-১ গেমে ভারতের রাসমিতা রাজনকে, চায়নার হাইবো জাহিদ ৬-০, ৬-১ গেমে চাইনিজ তাইপের হিসাই চ্যাংকে, ভারতের ললিতা ৬-০, ৬-০ গেমে বাংলাদেশের সানজিদা সোহানাকে, চায়নার জিং জিং ইয়াং ৫-৭, ৬-৪, ৭-৫ গেমে ভারতের  জিতাসা সাস্ত্রী কে, চাইনিজ তাইপের হিসাই ইউন চ্যাং ৬-১, ৬-০ গেমে ভারতের রূপকথাকে, শ্রীলঙ্কার অদৈত্ব ৬-১, ৬-১ গেমে বাংলাদেশের নাজনিন সুলতানাকে, ভারতের প্রতিক্ষা সেন ৬-২, ৩-৬, ৬-২ গেমে বাংলাদেশের আফরানা ইসলাম প্রিতিকে, চাইনিজ তাইপের মান হুসান ওয়েং ৬-০, ৬-১ গেমে বাংলাদেশের শাহ সাফিনাকে, চাইনিজ তাইপের ইয়া চি ৬-০, ৬-০ গেমে বাংলাদেশের নাদিয়া ইসলামকে, চাইনিজ তাইপের ই চ্যাং ৬-১, ৬-০ গেমে বাংলাদেশের তৌফাকে, নেদারল্যান্ডের লিয়ান ট্রাং ৬-০, ৬-০ গেমে বাংলাদেশর রেবেকা সুলতানাকে, নেদারল্যান্ডের ডেমি ট্রাং ৬-১, ৬-২ গেমে ভারতের মনিকা চৌধুরীকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়।

এছাড়া বালক এককের প্রথম রাউন্ডের খেলায় ভারতের কিরেন ৬-১, ৬-১ গেমে বাংলাদেশের আফ্রিদিকে, ভারতের গুনজন ৬-০, ৬-০ গেমে বাংলাদেশের জিমকে, ভারতের অমিত ৬-৩, ৬-৪ গেমে বাংলাদেশের কাউসার আলীকে, ভারতের অর্জন ৬-০, ৬-০ গেমে বাংলাদেশের শ্রী রনজিত সরকারকে, ভারতের গুপ্তা ৬-০, ৬-০ গেমে বাংলাদেশের তাসফিক হোসেনকে, বাংলাদেশের ভারতের মেঘ পাতেল ৬-০, ৬-১ গেমে তানভির পাশাকে, চাইনার জিয়াদ হি ৬-০, ৬-০ গেমে বাংলাদেশের আজিজুল হাকিমে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়।

মঙ্গলবার (০৩ নভেম্বর) প্রতিযোগিতার বালক ও বালিকা এককের দ্বিতীয় রাউন্ডের মূলপর্বের খেলা এবং উভয় ইভেন্টের দ্বৈতের প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।

অংশগ্রহণকারী দেশ: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, চীন, চাইনিজ তাইপে, হংকং, ফিলিপাইন, কোরিয়া, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, জার্মানি ও নেদারল্যান্ডস।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ০২ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।