ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

ওয়ালটন দ্বিতীয় বিভাগ দাবায় চ্যাম্পিয়ন হাসান মেমোরিয়াল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
ওয়ালটন দ্বিতীয় বিভাগ দাবায় চ্যাম্পিয়ন হাসান মেমোরিয়াল ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় ‘ওয়ালটন দ্বিতীয় বিভাগ দাবা লিগ-২০১৫’-এ চ্যাম্পিয়ন হয়েছে হাসান মেমোরিয়াল চেস ক্লাব।

৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দলটি এ কৃতিত্ব দেখায়।

এদিকে ১২ পয়েন্ট পেয়ে অপরাজিত রানার্স-আপ হয়েছে শেখ রাসেল দাবা ক্লাব। ৯ পয়েন্ট সংগ্রহ করে টাই-ব্রেকিং পদ্ধতিতে বাংলাদেশ শিশু একাডেমি তৃতীয় ও নেবুলা চেস ক্লাব চতুর্থ হয়েছে। ৮ পয়েন্ট নিয়ে চেসকিউ পঞ্চম, রসুলপুর দাবা ঘর ষষ্ঠ এবং সোনারগাঁও চেস ক্লাব সপ্তম স্থান লাভ করে।

পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে মঙ্গলবার (০৩ নভেম্বর) সাত দিনব্যাপী টুর্নামেন্টটি শেষ হয়।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে ১০ হাজার টাকা, ট্রফি ও মেডেল দেওয়া হয়। রানার্স-আপ দলকে দেওয়া হয় ৫ হাজার টাকা, ট্রফি ও মেডেল।

লিগের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রবিউল আলম ভূঁইয়া (সিনিয়র ডেপুটি ডিরেক্টর, পিআর অ্যন্ড মিডিয়া)। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক গাজী সাইফুল তারেক। সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের সভাপত্বিত করেন এ কে এম শহীদুল্লাহ (সহ-সভাপতি বাংলাদেশ দাবা ফেডারেশন)।

এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জায়গা থেকে ১৮টি ক্লাব অংশ নেয়। লিগের খেলা সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। ওয়ালটন দ্বিতীয় বিভাগ দাবা লিগ চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল ২০১৬ সালের প্রথম বিভাগ দাবা লিগে অংশগ্রহণের সুযোগ পাবে।

বাংলাদেশ সময়:১৭৫৪ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।