ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

আন্তর্জাতিক জুনিয়র টেনিসের ফলাফল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
আন্তর্জাতিক জুনিয়র টেনিসের ফলাফল ছবি : সংগৃহীত

ঢাকা: দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটনের পৃষ্ঠপোষকতায়, আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ) এর অনুমোদনক্রমে ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় শুরু হয়েছে ‘ওয়ালটন ২৯তম বাংলাদেশ আইটিএফ জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ ২০১৫’।

মঙ্গলবার (০৩ নভেম্বর) বালিকা এককে অস্ট্রেলিয়ার মায়েস লিজা ৬-০, ৬-০ গেমে ভারতের গৌরী আগারকে, চায়নার হু জিয়াও ওয়েই ৬-১, ৬-১ গেমে চাইনিজ তাইপের হিসু ইয়া চিকে, নেদারল্যান্ডের ট্রাং লিন ৬-২, ৬-১ গেমে ভারতের সারা মেনেজকে, চায়নার ইয়াং জিং জিং ৭-৬,  নেদারল্যান্ডের ট্রাং দেমী ৬-১, ৬-১ গেমে চাইনিজ তাইপের ওয়েং মান সুয়ানকে, চায়নার জাও হাইবো ৭-৫, ৬-৩ গেমে ভারতের দেভারকুন্ডকে, শ্রীলঙ্কার করুনারত্নে ৬-২, ৬-১ গেমে চাইনিজ তাইপের চ্যাং হিসাও ইউন কে এবং  ফিলিপাইনের অং ৬-০, ৬-১ গেমে ভারতের প্রতিক্ষা সেনকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়।



এদিকে, বালক এককে ভারতের সুনিশ ৬-১, ৬-০ গেমে কোরিয়ার কিম জুহিয়ককে, ভারতের নায়না মোহাম্মদ ৬-১, ৬-০ গেমে বাংলাদেশের স্বাধীন হোসেনকে, ভারতের শ্রীভাসতাভ ৬-২, ৬-৪ গেমে ভারতের পুয়ালরাজকে, চাইনিজ তাইপের সু ইয়ুন হিসান ৬-৪, ৪-৬, ৬-০ গেমে ভারতের জাদভকে, ভারতের মহাদেভান ৬-১, ৬-১ গেমে শ্রীলংকার পিরেরাকে, চাইনিজ তাইপের কো ই হিসান ৬-১, ৬-৪ গেমে ভারতের মেহরাকে, ভারতের থাহিয়া ৬-১, ৬-১ গেমে যুক্তাজ্যের আহমেদ জায়ানকে, চাইনিজ তাইপের লো ই জুই ৬-২, ৬-৩ গেমে ভারতের সুভাস গুপ্তকে, চাইনি তাইপের ওয়েন উই কাই ৬-২, ৬-৪ গেমে ভারতের শেখকে, সিরিয়ার হাজেম সাওয়া ৬-০, ৬-১ গেমে বাংলাদেশের নূর আলমকে, ভারতের পাতেল ৬-৩, ৬-৪ গেমে হংকং এর হো দেনটনকে, চায়নার হি জিয়াও ৬-২, ১-৬, ৭-৫ গেমে ভারতের সেনথিরকুমারকে, চাইনিজ তাইপের চিও ৬-২, ৬-০ গেমে বাংলাদেশের অতূলকে এবং ভারতের সোমানি ৬-০, ৬-২ গেমে বাংলাদেশের রুবেল হোসেনকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, ০৩ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।