ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

খেলা

নারী ফুটবলে খুলনার গোল উ‍ৎসব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
নারী ফুটবলে খুলনার গোল উ‍ৎসব ছবি : সংগৃহীত

ঢাকা: মুক্তার চার এবং রনি-নিপার জোড়া গোলে কেএফসি জাতীয় মহিলা ফুটবলে পটুয়াখালীর মেয়েদের ১০-০ গোলে উড়িয়ে দিয়েছে খুলনার মেয়েরা।

যশোর পুলিশলাইনে, পটুয়াখালীকে খেলার শুরু থেকেই চাপে রাখে খুলনা।

তবে, চাপটি যেন একটু বেশিই হয়ে গিয়েছিল। কেননা, খেলা শুরুর ৭ মিনিট থেকেই দলটির উপর গোলবর্ষণ শুরু হয়। আর শুরুটি করেন রনি। তার প্রথম গোলের পর, হ্যাটট্রিক করা মুক্তা প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দলকে ২-০ তে এগিয়ে দেন। এরপর ২২ মিনিটে ফের প্রতিপক্ষের সীমানায় আঘাত হানেন রনি। নিজের জোড়া গোল পূর্ণ করে দলকে এনে দেন ৩-০’র ব্যবধান।

এর ঠিক এক মিনিট পরেই আবার মুক্তার আক্রমণ, আর তাতেই ৪-০ তে এগিয়ে যায় খুলনা। মুক্তার পর গোল ব্যবধান বাড়ানোর দায়িত্বটা নেন সতীর্থ নিপা। ২৪ মিনিটে তার গোলে খুলনা পায় ৫-০ গোলের অধরা ব্যবধান। এর এক মিনিট পর প্রিয়ার গোলে ৬-০ এবং তার দুই মিনিট পর তানিয়ার গোলে খুলনা পায় ৭-০ গোলের প্রাণবন্ত লিড। এই যখন খুলনার অবস্থা তখন ৩৯ মিনিটে কোনঠাসা পটুয়াখালীর জালে বল ঠেলে নিজের হ্যাটট্রিক পূর্ণসহ দলকে ৮-০ ব্যবধান এনে দেন মুক্তা।

প্রথমার্ধে ৮-০ তে এগিযে থাকা খুলনা দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে মুক্তার চতুর্থ ও ৭৬ মিনিটে নিপার দ্বিতীয় গোলের সুবাদে ১০-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে খুলনার মেয়েরা।

দিনের অন্যান্য ম্যাচে জামালপুরের কাছে ২-০ গোলে শেরপুর, ফেনীর কাছে ১-০ গোলে কুমিল্লা এবং গাইবান্ধার কাছে সমান ব্যবধানে হেরেছে কুড়িগ্রামের মেয়েরা।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ০৩ নভেম্বর ২০১৫
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।