ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

খেলা

পয়েন্ট খোয়ালো জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
পয়েন্ট খোয়ালো জুভেন্টাস ছবি: সংগৃহীত

ঢাকা: চ্যাম্পিয়নস লিগের ‘ডি’ গ্রুপের ম্যাচে বুরুশিয়া মনশেনগ্লাডবাখের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে জুভেন্টাস। অথচ এ ম্যাচ জিতলেই নকআউট পর্বে ওঠে যেত গত আসরের রানারঅাপরা।

দ্বিতীয়ার্ধে ব্রাজিলিয়ান মিডফিল্ডার হার্নানেসের লাল কার্ডে দশজনের দলে পরিণত হয় জুভিরা। এতেই অনেকটা ম্যাচের নিয়ন্ত্রণ হারায় ইতালিয়ান জায়ান্টরা।

বুরুশিয়া ‍পার্ক স্টেডিয়ামে খেলার শুরু থেকে দু’দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। ১৮ মিনিটে স্বাগতিকদের লিড এনে দেন জার্মান ডিফেন্ডার ফাবিয়ান জনসন। প্রথমার্ধের এক মিনিট আগে পল পগবার ক্রস থেকে দর্শনীয় ভলিতে জুভিদের সমতায় ফেরান সুইস ডিফেন্ডার স্টিফেন লিচটেইনার।

দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডার আলভারো ডোমিনগুয়েজকে মারাত্মক ট্যাকল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন হার্নানেস। এর পরেই আক্রমণের গতি বাড়ায় স্বাগতিকরা। শেষদিকে ডিফেন্স সামলাতেই রীতিমত হিমশিম খায় জুভিরা।

জুভেন্টাস দশজনের দলে পরিণত হওয়ার সুবাদে ম্যাচের ৭০ শতাংশ বল দখলে রাখে মনশেনগ্লাডবাখ।   অন্যদিকে, কাউন্টার অ্যাটাকে গোল করার কয়েকটি সুযোগ তৈরি করেও ব্যর্থ হন দিবালা-মোরাতারা। শেষ পর্যন্ত তাই পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির শিষ্যরা।

পয়েন্ট টেবিলে চার ম্যাচ শেষে দুই জয় ও দুই ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে জুভেন্টাস। সমান ম্যাচে মাত্র দুই পয়েন্টে তলানিতে মনশেনগ্লাডবাখ। তিন পয়েন্টে তিনে সেভিয়া। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সংগ্রহ ৯ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।