ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

খেলা

গোপালগঞ্জে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
গোপালগঞ্জে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা

গোপালগঞ্জ: বঙ্গবন্ধু গোল্ডকাপ এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ঢাকা বিভাগীয় ফাইনাল খেলা গোপালগঞ্জে অনুষ্ঠিত হবে।

বুধবার (০৪ নভেম্বর) দুপুর আড়াইটায় শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় ঢাকার ডেমরা ধোলাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপক্ষে লড়বে ময়মনসিংহ ধোবাউড়া পোড়া কান্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।



অন্যদিকে দুপুর সাড়ে ৩টায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় ময়মনসিংহ ধোবাউড়া কালসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপক্ষে লড়বে রাজবাড়ীর কালুখালী মাজবাড়ি হুরন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

গোপালগঞ্জ জেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অধিদফতর ঢাকা বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয় আয়োজিত টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এএটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।