ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

খেলা

দ্বিতীয় লেগের মিশনে নামছে বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
দ্বিতীয় লেগের মিশনে নামছে বার্সা ছবি: সংগৃহীত

ঢাকা: শুরুর সময়টা খারাপ গেলেও, ঠিক গুছিয়ে উঠেছে বার্সেলোনা ফুটবল ক্লাব। দলগত পারফর্মে একরকম জয়ের ধারাতেই রয়েছে স্প্যানিশ জায়ন্টরা।

এরই ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে দ্বিতীয় লেগের মিশনে মাঠে নামছে লুইস এনরিকের শিষ্যরা।

মঙ্গলবার (০৫ নভেম্বর) মধ্যরাতে বাংলাদেশ সময় পৌনে দু’টায় বাতে বরিসভের বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে বার্সা। ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে বেলারুশিয়ান ক্লাবটিকে আতিথিয়েতা জানাবে কাতালানরা।

এ ম্যাচের আগে লা লিগার খেলায় গেটাফের বিপক্ষে বার্সা ২-০ গোলে জয় পাওয়ায় আত্মবিশ্বাসটা জোড়ালোই থাকবে। তবে লম্বা সময় ধরে ইনজুরিতে ভোগা দলের সেরা তারকা লিওনেল মেসি ও রাফিনহাকে ছাড়াই নামতে হবে দলটিকে। সেই সঙ্গে ডিফেন্ডার দগলাসও পায়ের ইনজুরিতে ভুগছেন। কিন্তু বায়ার লেভারকুসেনের বিপক্ষে হ্যামিস্ট্রিং ইনজুরিতে পড়া নিয়মিত অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা এ ম্যাচে খেলবেন।

বেলারুশিয়ান চ্যাম্পিয়ন বরিসভ ইউরোপিয়ান প্রতিযোগিতায় কখনই স্পেনের মাটিতে জয় পায়নি। তাই অনেকটা নির্ভারই থাকছে বার্সা। আর সফরকারী দলটি চ্যাম্পিয়নস লিগে শেষ ১৩টি অ্যাওয়ের ম্যাচে মধ্যে মাত্র একটিতে জিতেছে।

এদিকে বার্সা ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগের শেষ সাত ম্যাচে জয় পেয়েছে। আর বরিসভের বিপক্ষে ২০১১ সালে ক্যাম্প ন্যু’ ম্যাচে ৪-০ ব্যবধানে জয় পেয়েছিল জায়ান্ট বার্সেলোনা।

২০১৫-১৬ ইউরোপিয়ান আসরে গ্রুপ ‘ই’তে থাকা বার্সা প্রথম লেগের তিনটি ম্যাচের মধ্যে দুটিতে জয় পেয়েছে। রোমার বিপক্ষে ম্যাচটি ১-১ গোলে ড্র করেছিল। বর্তমানে তিন ম্যাচ শেষে সাত পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে ট্রেবল জয়ী বার্সা। আর সমান ম্যাচে তিন পয়েন্ট নিয়ে তিনে বরিসভ।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ০৪ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।