ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

খেলা

বায়ার্নের মাঠে বিধ্বস্ত আর্সেনাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
বায়ার্নের মাঠে বিধ্বস্ত আর্সেনাল ছবি: সংগৃহীত

ঢাকা: রীতিমত বলে কয়ে আর্সেনালকে বিধ্বস্ত করল বায়ার্ন মিউনিখ। আর্তুরো ভিদাল তো ম্যাচের আগেই বলেছিলেন, অ্যালিয়াঞ্জ অ্যারেনায় আসল বায়ার্নকে দেখবে আর্সেনাল।

কিন্তু, তাই বলে ৫-১ গোলের জয়! গ্রুপ পর্বের প্রথম সাক্ষাতে ২-০ গোলে জেতাটাই যেন গানারদের জন্য কাল হয়ে দাঁড়ায়। প্রতিশোধের ম্যাচে ইংলিশ জায়ান্টদের উড়িয়েই দিল মুলার-লেভানডফস্কিরা। তিন পরাজয়ে আর্সেনালের নকআউট পর্বে ওঠাটাই এখন শঙ্কার মুখে পড়ল।

অ্যালিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্নের বিপক্ষে দাঁড়াতেই পারেনি আর্সেনাল। বাভারিয়ানদের আক্রমণাত্মক ফুটবলের সামনে অসহায় আত্মসমর্পণ করে গানাররা। প্রথমার্ধেই ৩-০ গোলের লিড নেয় বায়ার্ন। ১০ মিনিটের মাথায় থিয়াগো আলকানতারার পাসে গোল উৎসবের সূচনা করেন রবার্ট লেভানডফস্কি।

এর ১৯ মিনিট পর লিড দ্বিগুন করেন জার্মান তারকা থমাস মুলার। নির্ধারিত সময়ের এক মিনিট আগে তিন নম্বর গোলটি করেন অস্ট্রিয়ান ডিফেন্ডার ডেভিড আলাবা। দ্বিতীয়ার্ধে যেন আরো আক্রমণাত্মক হয়ে ওঠে স্বাগতিকরা। অন্যদিকে, ম্যাচে ফেরার মতো তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি সানচেজ-ওজিল-জিরুদরা। পুরো ম্যাচে সাতটি প্রচেষ্টায় গোলমুখে মাত্র দু’টি শট নেয় আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।

বদলি হিসেবে মাঠে নেমেই গোলের খাতায় নাম লেখান আরিয়েন রোবেন। ৫৫ মিনিটে আলাবার পাসে বল জালে জড়ান ডাচ তারকা। ৬৯ মিনিটে আর্সেনালের হয়ে একটি গোল পরিশোধ করেন ফ্রেঞ্চ স্ট্রাইকার অলিভার জিরুদ। নির্ধারিত সময়ের আগ মুহূর্তে নিজের দ্বিতীয় গোলে গানারদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন মুলার। রেফারি শেষ বাঁশি বাজানোর পর দর্শকদের বাধভাঙা উচ্ছ্বাসের মধ্য দিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার শিষ্যরা।

গ্রুপ ‘এফ’র পয়েন্ট টেবিলে চার ম্যাচ শেষে তিন জয় ও এক পরাজয়ে শীর্ষে থাকা বায়ার্নের সয়গ্রহ ৯ পয়েন্ট। সমান ম্যাচে মাত্র এক জয়ে তিন পয়েন্ট নিয়ে তিন নম্বরে আর্সেনাল। বায়ার্নের সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে গ্রিসের অলিম্পিয়াকোস। আর গানারদের সমান পয়েন্টে তলানিতে ক্রোয়েশিয়ার ডায়নামো জাগরেব।

বাংলাদেশ সময়: ০৪৩০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।