ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

খেলা

রোমারিও, ম্যারাডোনাকে টপকে যাবেন সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
রোমারিও, ম্যারাডোনাকে টপকে যাবেন সুয়ারেজ ছবি: সংগৃহীত

ঢাকা: আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনা আর ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রোমারিওকে টপকে যাচ্ছেন উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। আগের দুই ফুটবল গ্রেট স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে খেলেছেন আর সুয়ারেজ কাতালান দলটিতে খেলে চলেছেন।



লিভারপুল ছেড়ে গত মৌসুমে বার্সায় নাম লেখান সুয়ারেজ। উরুগুয়ের এ তারকা মাত্রই দ্বিতীয় মৌসুম পার করছেন ক্লাবটির হয়ে। ম্যারাডোনা আর রোমারিও কাতালান ক্লাবটিতে খেলেছেন দুই মৌসুম। সে বিচারে সুয়ারেজ যে অল্প দিনের মধ্যেই ম্যারাডোনা আর রোমারিওকে টপকে যাবেন, তা বলার অপেক্ষা রাখে না।

বোকা জুনিয়র্স থেকে ১৯৮২ সালে বার্সায় যোগ দেন ম্যারাডোনা। দুই মৌসুমে ৫৮ ম্যাচ খেলে আর্জেন্টাইন এই ফুটবল জাদুকর বার্সার হয়ে গোল করেছেন ৩৮টি। ব্রাজিল গ্রেট রোমারিও ১৯৯৩ সালে বার্সায় যোগ দিয়ে খেলেছেন ৬৫টি ম্যাচ। যেখানে তার গোল সংখ্যা ৩৯টি।

গত মৌসুমে লিভারপুল থেকে বার্সায় আসা সুয়ারেজ এখন পর্যন্ত কাতালানদের হয়ে খেলেছেন ৫৯টি ম্যাচ। যেখানে তার গোল সংখ্যা ৩৭টি। সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বাতে বরিশভের বিপক্ষে করেছেন একটি গোল।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ০৫ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।