ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

খেলা

অবশেষে হাসি ফুটলো মরিনহোর মুখে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
অবশেষে হাসি ফুটলো মরিনহোর মুখে ছবি : সংগৃহীত

ঢাকা: সময়টা কিছুতেই ভালো কাটছিল না ইংলিশ ক্লাব চেলসির। একের পর এক হারের লজ্জা পাওয়া দলটি প্রায় মুখ থুবড়েই পড়েছিল।

আর দলের এমন বাজে পারফর্মে পর নিজের চাকরি নিয়ে বেশ শঙ্কায় ছিলেন কোচ হোসে মরিনহো। তবে চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ ম্যাচে জিতে স্বস্তির হাসি হাসলেন এ পর্তুগিজ।

মঙ্গলবার (০৫ নভেম্বর) রাতে ইউরোপিয়ান আসরে ডায়নামো কিয়েভের বিপক্ষে মাঠে নেমেছিল চেলসি। ম্যাচে প্রতিপক্ষ ফুটবলার আলেকজেন্ডার দ্রাগোভিচের আত্মঘাতি গোলে লিডও নেয় ব্লুজরা। কিন্তু দ্বিতীয়ার্ধে সেই দ্রাগোভিচই সফরকারীদের সমতায় ফেরান।

ম্যাচটি এক প্রকার ড্রয়ের দিকেই গড়াচ্ছিল। ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে খেলা হলেও গ্যালারি ভর্তি সমর্থকরা ছিলেন নিশ্চুপ। তবে খেলার নির্ধারিত সময়ের সাত মিনিট আগে জেগে উঠলো লন্ডনের ক্লাবটি। পুরো স্টেডিয়াম জুড়ে দর্শকদের গর্জন শোনে গেল। উইলিয়ানের প্রায় ২৯ গজ দূর থেকে দুর্দান্ত এক গোল করে চেলসিকে লিড পাইয়ে দেন।

উইলিয়ান গোলটি শুধুমাত্র চেলসিকেই জয় দেয়নি। হাসতে ভুলে যাওয়া মরিনহোর মুখে স্বস্তিও দিয়েছেন এ ব্রাজিলিয়ান তারকা। আর এ ম্যাচ শেষে কোয়ার্টারের আশাও বেঁচে রইল ২০১২ সালের চ্যাম্পিয়নস লিগ জয় দলটির।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, ০৫ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।