ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

খেলা

ইউরোপা লিগে জয়ে ফিরল লিভারপুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
ইউরোপা লিগে জয়ে ফিরল লিভারপুল

ঢাকা: টানা তিন ম্যাচে ড্রয়ের পর অবশেষে জয়ের মুখ দেখল লিভারপুল। ‘বি’ গ্রুপের ম্যাচে রাশিয়ার রুবিন কাজানকে ১-০ গোলে হারিয়েছে ইংলিশ জায়ান্টরা।

নতুন কোচ ইয়োর্গেন ক্লপের অধীনে যেন উড়ছে অল রেডসরা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এটি তাদের টানা তৃতীয় জয়।

কাজান অ্যারেনায় খেলার শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লিভারপুল। বলতে গেলে, স্বাগতিকদের দাঁড়াতেই দেয়নি ভিজিটররা। ৬৮ শতাংশ বল দখলে রেখে রুবিন কাজান রক্ষণে মুহুর্মুহু আক্রমন শানায় অল রেডসরা। অন্যদিকে, পুরো ম্যাচে সাতটি প্রচেষ্টায় গোলমুখে একটি শটও নিতে পারেনি স্বাগতিকরা।

কিন্তু আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও লিভারপুলের ফিনিশিং দুর্বলতা ছিল চোখে পড়ার মতো। তাইতো প্রথমার্ধ থাকে গোলশূন্য। দ্বিতীয়ার্ধ শুরুর সাত মিনিটের মাথায় তাদের অপেক্ষার অবসান ঘটে।

ব্রাজিলিয়ান তারকা রবার্তো ফিরমিনোর পাসে বল জালে জড়ান ১৯ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার জর্ডান ইবে। পরবর্তীতে ব্যবধান বাড়ানোর বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন মিলনার-ফিরমিনো-ক্রিস্টিয়ান বেনতেকেরা। তাই শেষ পর্যন্ত ন্যুনতম ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ক্লপের শিষ্যরা।

পয়েন্ট টেবিলে চার ম্যাচ শেষে এক জয় ও তিন ড্রয়ে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লিভারপুল। সমান ম্যাচে মাত্র দুই পয়েন্টে তলানিতে রুবিন কাজান। তিন পয়েন্টে তিন নম্বরে ফ্রেঞ্চ ক্লাব বোর্ডেক্স। শীর্ষে থাকা সুইস ক্লাব সিওনের সংগ্রহ ৮ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।