ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

খেলা

মোহামেডান মাস্টার্স হারিয়েছে কক্সবাজার মাস্টার্সকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
মোহামেডান মাস্টার্স হারিয়েছে কক্সবাজার মাস্টার্সকে ছবি: সংগৃহীত

ঢাকা: পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে উদ্বোধন হলো ‘চতুর্থ রানার-চ্যানেল আই বীচ ফুটবল টুর্নামেন্ট-২০১৫’। শনিবার (০৭ নভেম্বর) সন্ধ্যায় এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।



এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নামে মোহামেডান মাস্টার্স ও চিটাগাং কক্সবাজার মাস্টার্স। ম্যাচে ৫-২ গোলে জয় পায় মোহামেডান মাস্টার্স। দলের পক্ষে ৫টি গোলই করেন নূরুল হক মানিক।

কক্সবাজার সমুদ্র সৈকত সিগ্যাল পয়েন্টে এ টুর্নামেন্টের আয়োজন করেছে চ্যানেল আই। এ আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, ফুটবলের জন্য আমরা (ওয়াফ) ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টায় এ টুর্নামেন্টের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

উদ্বোধনী পর্বে আরও উপস্থিত ছিলেন চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, রানার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বি. জে. (অব.) শফিকুজ্জামান, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন, পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, ওয়াফের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মানিক, অতিরিক্ত জেলা প্রশাসক আবু নাসের, অতিরিক্ত পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, সাবেক ফুটবল তারকাসহ বিশিষ্টজনরা।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ০৬ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।