ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

খেলা

ফের হারল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৫ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
ফের হারল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসি ছবি: সংগৃহীত

ঢাকা: হেরেই চলেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসি। হোসে মরিনহোর শিষ্যরা এবার স্টোকসিটির মাঠে আতিথ্য নিয়ে হেরেছে ১-০ গোলের ব্যবধানে।



বর্তমান চ্যাম্পিয়ন চেলসির কোচ হয়ে এ ম্যাচে অনুপস্থিত ছিলেন হোসে মরিনহো। নিষেধাজ্ঞার কারণে পর্তুগিজ কোচকে মাঠের বাইরে থাকতে হয়।

স্বাগতিক হিসেবে খেলতে নামা স্টোকসিটির হয়ে জয়সূচক গোলটি করেন মার্কো আরতোনোভিচ। ব্রিটানিয়া স্টেডিয়ামে ম্যাচের ৫৩ মিনিটে গোলটি করেন তিনি। প্রথমার্ধ আর দ্বিতীয়ার্ধে কোনো সুযোগই কাজে লাগাতে পারেনি ব্লুজরা। ফলে, হার নিয়েই ফিরতে হয় স্ট্যামফোর্ড ব্রিজের দলটিকে।

চেলসির হয়ে এ ম্যাচে মাঠে নেমেছিলেন বেগোভিচ, আজপিলিচুয়েতা, জোউমা, জন টেরি, বাবা, রামিরেজ, ম্যাটিক, পেদ্রো, উইলিয়ান, এডেন হ্যাজার্ড, দিয়েগো কস্তা, অস্কার, সেস ফ্যাব্রেগাস আর লোইক রেমিদের মতো তারকারা।

লিগে এটি চেলসির সপ্তম হার। ১২ ম্যাচ খেলে তাদের সংগ্রহ ১১ পয়েন্ট, লিগ টেবিলে অবস্থান ১৬তম। অ্যাস্টভিয়ার বিপক্ষে গত অক্টোবর মাসে জয়ের দেখা পাওয়া চেলসির সেটিই সর্বশেষ জয়। এরপর টানা তিন ম্যাচ হেরে বসল ব্লুজরা।

বাংলাদেশ সময়: ০৪৩৪ ঘণ্টা, ০৮ নভেম্বর ২০১৫
এমআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।