ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

খেলা

নেইমার ২, সুয়ারেজ ১, বার্সা ৩

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০২ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
নেইমার ২, সুয়ারেজ ১, বার্সা ৩ ছবি: সংগৃহীত

ঢাকা: দলের প্রাণভোমরা লিওনেল মেসিকে ছাড়াই দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে গত মৌসুমের ট্রেবল জয়ী বার্সেলোনা। লা লিগার ম্যাচে ভিয়ারিয়ালকে ৩-০ গোলে হারিয়েছে লুইস এনরিকের বার্সা।

দলের হয়ে জোড়া গোল করেন ব্রাজিল তারকা নেইমার। বাকি গোলটি উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ করেন।

নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে স্বাগতিক হিসেবে খেলতে নামে বার্সা। কাতালানদের মাঠে শুরু থেকেই এলোমেলো খেলতে থাকে ভিয়ারিয়াল। তবে, নিজেদের ডিফেন্সকে শক্ত জালের মতো ঘিরে রেখে ম্যাচের প্রথমার্ধে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সাকে কোনো গোল আদায় করতে দেয়নি অতিথিরা।

ম্যাচের ৬০ মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পায় কাতালানরা। বাসকুয়েটসের অ্যাসিস্ট থেকে গোল করেন ব্রাজিল সেনসেশন নেইমার। এর দশ মিনিট পর ব্যবধান দ্বিগুন করেন সুয়ারেজ। পেনাল্টির সুযোগকে কাজে লাগিয়ে গোলটি করেন লিভারপুলের সাবেক তারকা। ৮৫ মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নিতে গোল করেন নেইমার। নিজের দ্বিতীয় আর দলের তৃতীয় গোলে ব্রাজিল অধিনায়ক সহায়তা পান সুয়ারেজের।

এ ম্যাচে জয় পাওয়ায় বার্সার পয়েন্ট গিয়ে দাঁড়াল ২৭।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, ০৮ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।