ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

খেলা

বাংলাদেশ সেনাবাহিনীর গল্ফ প্রতিযোগিতা সমাপ্ত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
বাংলাদেশ সেনাবাহিনীর গল্ফ প্রতিযোগিতা সমাপ্ত

ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনীর দুই দিনব্যাপী আন্তঃ ফরমেশন গলফ প্রতিযোগিতা শেষ হয়েছে।

সোমবার (০৯ নভেম্বর) লজিস্টিক্স এরিয়ার ব্যবস্থাপনায় ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবে এ প্রতিয়োগিতা অনুষ্ঠিত হয়।



আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর লজিস্টিক্স এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান খান।

এবারই প্রথমবারের মতো সেনাবাহিনীতে অন্তঃফরমেশন গলফ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বলে জানায় আইএসপিআর।  

প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর লজিস্টিক্স এরিয়া দল চ্যাম্পিয়ন হয়। আর রানার আপ হয় ৩৩ পদাতিক ডিভিশন (কুমিল্লা অঞ্চল) দল।

ব্যক্তিগতভাবে প্রথম রাউন্ডে বেস্ট গ্রস হিসেবে শ্রেষ্ঠ খেলোয়াড় বিবেচিত হন লজিস্টিক্স এরিয়ার মেজর শেখ মো. ইউসুফ রেজা।

লজিস্টিক্স এরিয়ার ইউএসএম মো. মতিন দ্বিতীয় বেস্ট গ্রস এবং তৃতীয় গ্রস বেস্ট বিবেচিত হয়েছেন ১১ পদাতিক ডিভিশন (বগুড়া অঞ্চল) দলের এনসি (ই) মো. আরিফ হোসেন।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা. নভেম্বর ০৯, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।