ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

খেলা

উড়েই চলেছেন নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
উড়েই চলেছেন নেইমার ছবি: সংগৃহীত

ঢাকা: চলতি মৌসুমের শুরু থেকেই দারুণ খেলছেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার ব্রাজিল তারকা নেইমার। ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড স্প্যানিশ লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা হিসেবে শীর্ষে রয়েছেন।

১০ ম্যাচ খেলে বার্সা তারকার গোল ১১টি।

কাতালানদের প্রাণভোমরা লিওনেল মেসির অনুপস্থিতিতে গত কয়েক সপ্তাহে নেইমার হয়ে উঠেছেন দলের অন্যতম ভরসার নাম। মেসির শূন্যতায় গত মৌসুমের ট্রেবল জয়ীদের পথ হারানোর সব শঙ্কা উড়িয়ে দিয়েছেন ব্রাজিল অধিনায়ক। চ্যাম্পিয়ন্স লিগেও নিজেকে নিয়ে চলেছেন আরও উপরের দিকে। ইউরোপ সেরার আসরে গোল করেছেন দুটি।

সর্বশেষ ভিয়ারিয়ালের বিপক্ষে ঘরের মাঠে নেইমার করেছেন জোড়া গোল। লা লিগার সে ম্যাচে বার্সা ভিয়ারিয়ালকে ৩-০ ব্যবধানে হারায়। নেইমার এ মৌসুমের অন্যতম সেরা গোলটিও করেন সে ম্যাচে। খেলার ৮৫ মিনিটের মাথায় উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজের সঙ্গে ওয়ান-টু-ওয়ান পাস খেলে প্রতিপক্ষের ডি-বক্সে প্রবেশ করেন ব্রাজিল তারকা। সুয়ারেজের ফিরতি পাস থেকে বল থামিয়ে এক ডিফেন্ডারকে ফাঁকি দেন নেইমার। বল বাতাসে ভাসতে থাকা অবস্থায় ৩৬০ ডিগ্রি ঘুরে গিয়ে জোরালো শট করেন তিনি। আর তাতেই চলতি মৌসুমের সবথেকে দর্শনীয় গোলটির দেখা পান নেইমার। এই জয়ে ২৭ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে উঠে আসে বার্সা।

নেইমারের এমন চমৎকার পারফরম্যান্সের পর ভিয়ারিয়াল কোচ মার্সেলিনো বলতে বাধ্য হয়েছেন, ‘এই মুহূর্তে লিগে নেইমারই সবচেয়ে কার্যকর স্ট্রাইকার। সে গোল করার দিক দিয়ে সবার আগে চিন্তা করে। তরুণ এ ফুটবলার দিন দিন আরও ভালো খেলছে। তার অলরাউন্ড পারফর্ম দেখার মতো। ফুটবলের সুপারস্টাররাই এমনটি করতে পারে। ’

নেইমারের প্রশংসায় পঞ্চমুখ কাতালান কোচ লুইস এনরিক। তিনি বলেন, ‘নেইমার অনন্য এক ফুটবলার। সে বিশেষ এক ক্ষমতাসম্পন্ন খেলোয়াড়। শুধু গোলই নয়, বল পায়ে নেইমারের সব কারুকাজই দেখার মতো। অনেকটা ব্রাজিল তারকা রোনালদিনহোর মতো। সে ফরোয়ার্ড পজিশনে যেভাবে ভূমিকা রাখে, রক্ষণে নেমে এসেও সেভাবে ভূমিকা রেখে চলেছে। ’

গত ২৬ সেপ্টেম্বর লা লিগায় লাস পালমাসের বিপক্ষে ম্যাচের শুরুতেই চোট পেয়ে ছিটকে পড়েন মেসি। তারপরের ম্যাচেই সেভিয়ার মাঠে হেরে বসে বার্সা। এরপর থেকেই মেসির শূন্যতা বুঝতেই দিচ্ছেন না নেইমার। তার দুর্দান্ত ফর্মেই টানা ম্যাচ জিতে চলছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

ব্রাজিলের জার্সি গায়ে ৬৭ ম্যাচে ৪৬ গোল করা নেইমার ২০১৩ সালে বার্সায় নাম লেখান। এখন পর্যন্ত কাতালান দলটিতে খেলেছেন ১০৭ ম্যাচ, যেখানে তার গোল সংখ্যা ৬৭টি। বার্সার হয়ে একবার করে জিতেছেন লা লিগা, কোপা দেল রে, সুপারকোপা ডি এসপানা, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ আর উয়েফা সুপার কাপের শিরোপা।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, ১০ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।