ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

খেলা

আবারো চাকরি হারালেন ডেভিড ময়েস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
আবারো চাকরি হারালেন ডেভিড ময়েস ডেভিড ময়েস / ছবি: সংগৃহীত

ঢাকা: এক বছরের মধ্যে ফের চাকরি খোয়ালেন ডেভিড ময়েস। স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদ থেকে বরখাস্ত করা হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচকে।

গত মৌসুমে তিনি সোসিয়েদাদে নাম লিখিয়েছিলেন।

২০১৪’র নভেম্বরে ম্যানইউ থেকে বরখাস্ত করা হয় ময়েসকে। স্কটিশ এ কোচের অধীনে গত মৌসুমে লা লিগার টেবিলে ১২ নম্বরে থেকে শেষ করা সোসিয়েদাদ এ মৌসুমে নেমে গেছে ১৬ নম্বরে। মাত্র দুটি ম্যাচ জেতা ময়েসের দলটি অর্জন করেছে নয় পয়েন্ট।

চলমান আসরের সর্বশেষ ম্যাচে লা পালপাসের মতো অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে হেরেছে ময়েস শিষ্যরা। ২-০ গোলের ব্যবধানে হারের পরই বরখাস্ত করা হলো ময়েসকে।

ক্লাব কর্তৃপক্ষ বিষয়টি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করে।

ওল্ড ট্রাফোর্ডে থাকাকালে ময়েসের অধীনে ৫১ ম্যাচের মধ্যে ২৭টি ম্যাচ জিতেছিল রেড ডেভিলরা। ড্র করেছিল আরও ৯টি ম্যাচ, আর হেরেছিল ১৫টি ম্যাচে। তার অধীনে সপ্তম স্থানে থেকে লিগ শেষ করে ম্যানইউ। ফলে, ১৯৯৫ সালের পরে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা হারায় দলটি।

ম্যানইউতে ব্যর্থ মৌসুম শেষে চাকরি হারিয়ে ময়েস যোগ দেন রিয়াল সোসিয়েদাদের প্রধান কোচ হিসেবে। ২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবটির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল তার। কিন্তু দশ মাসের মাথায় আরেকবার বরখাস্ত হলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ১০ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।