ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

খেলা

‘নেইমারের ব্যালন ডি’অর প্রাপ্তি সময়ের ব্যাপার’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
‘নেইমারের ব্যালন ডি’অর প্রাপ্তি সময়ের ব্যাপার’ ছবি: সংগৃহীত

ঢাকা: ১১ জানুয়ারি জানা যাবে কে হচ্ছেন ২০১৫ সালের সেরা ফুটবলার? কার হাতে উঠবে ব্যালন ডি’অরের পুরস্কার? তবে এ পুরস্কারের চূড়ান্ত তালিকায় থাকা নেইমারকে নিয়ে আগেই ভবিষ্যতবানী দিয়েছেন জাতীয় দলের সতীর্থ কাকা। তিনি বিশ্বাস করেন, বার্সেলোনা স্ট্রাইকার নেইমারের ব্যালন ডি’অর পাওয়া এখন সময়ের ব্যাপার।



২০১৫ সালের বর্ষসেরা ফুটবলার হওয়ার দৌড়ে তিনজনের প্রাথমিক তালিকায় লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে রয়েছেন ব্রাজিলিয়ান অধিনায়ক নেইমার। তবে গত সাত বছর মেসি ও রোনালদো এ পুরস্কারটি ভাগাভাগি করে আসলেও কাকা আঙ্গুল তুলেছেন নেইমারের দিকেই।

কাকা ২০০৭ সালে ইতালিয়ান ক্লাব এসি মিলানের হয়ে অনবদ্য পারফরম্যান্সের কারণে ব্যালন ডি’অর জিতেছিলেন। তবে নেইমারই প্রথম কোন ব্রাজিলিয়ান যিনি আট বছর পর চূড়ান্ত তালিকায় রয়েছেন। কাকার বিশ্বাস, মেসি ও রোনালদোকে পেছনে ফেলতে পারবেন ২৩ বছর বয়সী নেইমার।

এ প্রসঙ্গে কাকা বলেন, ‘এই পুরস্কারটি আসলে ঘূর্ণায়মান। রোনালদো (ব্রাজিল) ও জিদান এটি পরপর তিনবার জিতেছে। তবে মাঝে রোনালদিনহো, আমি, রিভালদো ও ক্যানেভেরাও জিতেছি। মেসি ও রোনালদো তাদের মাঝে বিগত দিনে ট্রফিটি জিতেছে। তারা তাদের পারফর্মের দ্বারাই এটি পায়। ’

অভিজ্ঞ মিডফিল্ডার কাকা আরও বলেন, ‘আগের বছরগুলোতে ব্রাজিলিয়ানরা কেন পুরস্কারটি ঘরে তুলতে পারেনি সেটা বলা কঠিন। তবে সেলেকাওদের খেলা বদলেছে। আমি ধন্যবাদ জানাই নেইমারকে, সে ইউরোপে দুর্দান্ত খেলছে। তার ব্যক্তিগত পারফর্মে সে উজ্জ্বল। আমি মনে করি তার হাতে ব্যালন ডি’অর পুরস্কারটি এখন সময়ের ব্যাপার। ’

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, ০৪ জানুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।