ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

খেলা

সমতা নিয়ে বিরতিতে বাংলাদেশ অলিম্পিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
সমতা নিয়ে বিরতিতে বাংলাদেশ অলিম্পিক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: বঙ্গবন্ধু গোল্ডকাপে নিজেদের প্রথম ম্যাচে বাহারাইনের বিপক্ষে ১-১ গোলে সমতা নিয়ে প্রথমার্ধ শেষ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। বিরতির আগে লিড নেওয়ার বেশ কয়েকটি সুযোগ পেলেও শেষ পর্যন্ত সমতা নিয়েই বিরতিতে যায় গঞ্জালোস সানচেজের শিষ্যরা।



যশোরের শামস-উল-হুদা স্টেডিয়ামে ম্যাচে ১৮ মিনিটে গোল করে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলকে এগিয়ে দেন ইউসুফ সিফাত। সিফাতের গোলে সহায়তা করেন রুবেল। তবে খেলার ২২ মিনিটে বাহরাইনের জসিম গোল করলে ১-১ গোলে সমতায় ফেরে সফরকারীরা।

বঙ্গবন্ধু গোল্ডকাপে দুপুর পৌনে তিনটায় গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনের মুখোমুখি হয় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল তথা অলিম্পিক দল।

এদিকে বাংলাদেশ মূল দল শ্রীলঙ্কার বিপক্ষে ৪-২ গোলে জিতে শুভসূচনা করেছিল। আট দল নিয়ে এবারে অনুষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ।

** সমতায় বাংলাদেশ অলিম্পিক ও বাহরাইন

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ১০ জানুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।