ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

খেলা

পেছাতে পারে বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনাল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
পেছাতে পারে বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনাল

ঢাকা: বঙ্গবন্ধু গোল্ডকাপের চলতি আসরের ফাইনাল ম্যাচটি পিছিয়ে যেতে পারে বলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে জানানো হয়েছে। তবে, এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।



বাফুফে সূত্র জানিয়েছে, বঙ্গবন্ধু কাপের ফাইনাল পিছিয়ে যেতে পারে দুই দিন। সূচি অনুযায়ী বঙ্গবন্ধু স্টেডিয়ামে ২০ জানুয়ারি আসরের ফাইনালটি হওয়ার কথা। তবে, ফাইনাল ম্যাচটি ২২ জানুয়ারি আয়োজনের পরিকল্পনা করছে বাফুফে। সে ক্ষেত্রে পুরো টুর্নামেন্টের সূচিতেও অল্প কিছু পরিবর্তন আনা হতে পারে বলে জানা যায়।

১৭ জানুয়ারি গ্রুপ ‘এ’র চ্যাম্পিয়ন আর গ্রুপ ‘বি’র রানার্সআপ দলের মধ্যে প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা। ১৮ জানুয়ারি অন্য সেমিফাইনানে গ্রুপ ‘বি’র চ্যাম্পিয়ন আর গ্রুপ ‘এ’র রানার্সআপের মধ্যে খেলা হওয়ার কথা। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বঙ্গবন্ধু স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ছয়টায় দুটি সেমিফাইনালের আয়োজন করা হতে পারে। তবে, ফাইনাল ম্যাচটি দুইদিন পিছিয়ে গেলে কিছুটা বিশ্রাম পাবেন শিরোপার দাবীদার সবশেষ দল দুটি।

বাংলাদেশ সময় : ১৪০৪ ঘণ্টা, ১১ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।